খাদ্য সংকট প্রশমনে শ্রীলংকা ব্যবস্থা নেবে
2022-06-20 18:50:34

জুন ২০: স্থানীয় সময় গতকাল (রোববার) শ্রীলংকার প্রধানমন্ত্রী রনিল বিক্রমাসিংহ দেশের খাদ্য নিরাপত্তা কমিশনের সম্মেলনে বলেন, শ্রীলংকায় প্রায় ৪০ থেকে ৫০ লাখ মানুষ সরাসরি খাদ্য সংকটে পড়েছে। এ জন্য সরকার ব্যবস্থা নেবে।

তিনি সংসদের সদস্য মার ল্যাঞ্জাকে খাদ্য সংকট প্রশমনে একটি কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। তিনি আশা করেন, এই কমিটি দুই সপ্তাহের মধ্যে পরিকল্পনা প্রণয়ন করতে পারবে।

তিনি বলেন, প্রথমত, জেলেদের খাদ্য, পেট্রোল ও জ্বালানি সরবরাহ করতে হবে। প্রধানত অনাথাশ্রম ও প্রতিবন্ধী সংস্থায় খাদ্য সরবরাহ নিশ্চিত করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)