আন্তর্জাতিক কোম্পানির প্রধানদের তৃতীয় ছিংতাও শীর্ষসম্মেলন চীনে উদ্বোধন
2022-06-20 16:02:16

জুন ২০: আন্তর্জাতিক কোম্পানির প্রধানদের তৃতীয় ছিংতাও শীর্ষসম্মেলন গতকাল (রোববার) চীনের ছিংতাও শহরে উদ্বোধন হয়েছে। চীনের রাষ্ট্রীয় কাউন্সিলার ওয়াং ইয়ুং উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দিয়েছেন।

তিনি জোর দিয়ে বলেন, উন্মুক্তকরণের মৌলিক নীতিতে অবিচল থাকতে হবে, উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করতে হবে, আন্তর্জাতিক কোম্পানির পারস্পরিক উপকারিতার সহযোগিতা গভীরতর করতে হবে। পাশাপাশি, আরো ভালোভাবে উন্নয়নের নতুন কাঠামো গঠন করা, উচ্চ মানের উন্নয়ন জোরদারের সেবা এবং যৌথভাবে উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তুলতে হবে।

ওয়াং ইয়ুং বলেন, সংস্কার ও উন্মুক্তকরণের পর আরো বেশি আন্তর্জাতিক কোম্পানি চীনে পুঁজি বিনিয়োগ করছে, একদিকে নিজের উন্নয়ন বাস্তবায়ন করেছে, অন্যদিকে চীনের অর্থনৈতিক উন্নয়ন জোরদার করেছে। বর্তমানে দেশ বিদেশের পরিস্থিতি অনেক জটিল হয়ে উঠেছে। তবে চীনা অর্থনীতির দীর্ঘস্থায়ী ভালো উন্নয়নের প্রবণতার পরিবর্তন ঘটে নি। চীন বাজার আরো উন্মুক্ত করা, ন্যায়সঙ্গত প্রতিদ্বন্দ্বিতা জোরদার করা, অব্যাহতভাবে বাণিজ্য ও পুঁজি বিনিয়োগ বাস্তবায়ন করা হবে।

 

তিনি বলেন, চীনের উন্মুক্তকরণের দরজা আরো প্রসারিত হচ্ছে, বাণিজ্যের পরিবেশ আরো উন্নত হচ্ছে, উন্নয়নের সুযোগ আরো বাড়ছে, চীন বিদেশি প্রতিষ্ঠানের পুঁজি বিনিয়োগকে স্বাগত জানায়। যাতে মানবজাতির অভিন্ন ভাগ্যের কমিউনিটি গঠনে আরো বেশি অবদান রাখা যায়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)