শরণার্থী সমস্যা ক্রমাগত খারাপ হতে থাকায় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছে
2022-06-20 18:39:59

জুন ২০: আজ (সোমবার) বেইজিংয়ে এক নিয়মিত সংবাদ সম্মেলনে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন বলেছেন, গত ২০ জুন ছিল ২২তম বিশ্ব শরণার্থী দিবস। আমরা সম্প্রতি জাতিসংঘ শরণার্থী সংস্থার প্রকাশিত বার্ষিক প্রতিবেদন খেয়াল করেছি। তিনি বলেন, প্রতিবেদনের পরিসংখ্যানে দেখা যায়- ‘৯/১১-এর পর যুক্তরাষ্ট্রে যুদ্ধে সৃষ্ট শরণার্থীর সংখ্যা ছিল ৪৯ মিলিয়ন থেকে ৬০ মিলিয়নের মধ্যে। এর মধ্যে শুধুমাত্র আফগানিস্তান থেকেই ১১ মিলিয়ন শরণার্থী হয়েছে। যুক্তরাষ্ট্র বিশ্বে সবচেয়ে বড় শরণার্থী সমস্যা সৃষ্টি করেছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।

মুখপাত্র বলেন, জাতিসংঘের শরণার্থী-বিষয়ক উচ্চ পর্যায়ের কর্মকর্তা গ্রান্টির এক নিবন্ধে উল্লেখ করা হয় যে, কিছু সম্পদশালী ধনী দেশ দেয়াল তৈরি করেছে, সীমানা বন্ধ করছে বা শরণার্থীদের বহিষ্কার করছে। যা শরণার্থী সুরক্ষার ধারণা লঙ্ঘন করছে।

মুখপাত্র আরও বলেন,  আমরা যুক্তরাষ্ট্রসহ প্রাসঙ্গিক দেশগুলিকে তাদের কাজের পরিণতি নিয়ে আত্মসমালোচনা করা, শরণার্থী সমস্যার মূল কারণ নির্মূল করার তাগিদ দেই এবং শরণার্থী ইস্যুতে তাদের যথাযথ দায়িত্ব পালন করার আহ্বান জানাই।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)