যুক্তরাষ্ট্র আরও অগঠনমূলক ব্যবস্থা নিলে জবাব দেবে ইরান
2022-06-20 10:23:14

জুন ২০: ইরানের তাসনিম বার্তা সংস্থার খবর অনুযায়ী, গতকাল (রোববার) দেশের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আব্দুল্লাহিয়ান বলেছেন, যদি যুক্তরাষ্ট্র ইরান পরমাণু চুক্তি আলোচনা সম্পর্কে গঠনমূলক ব্যবস্থা না নেয়, তাহলে পাল্টা ব্যবস্থা নেবে তেহরান।

 

গত ১৮ জুন ইউরোপীয় ইউনিয়নের কূটনীতি ও নিরাপত্তা নীতি-বিষয়ক ঊর্ধ্বতন প্রতিনিধি জোসেফ বোরেলের সঙ্গে ফোনালাপ করেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী।

 

পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, যৌক্তিক ও ফলাফলের ওপর গুরুত্ব দেয়া এমন আলোচনাকে স্বাগত জানায় তাঁর দেশ। যদি যুক্তরাষ্ট্র ডাবল স্ট্যান্ডার্ড এবং প্যারাডক্সিক্যাল আচরণ বন্ধ করে, তাহলে একটি ভাল ও স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব। এ ক্ষেত্রে কূটনৈতিক পদ্ধতি সবচেয়ে ভাল উপায় বলে উল্লেখ করেন তিনি।

 

বোরেল বলেছেন, বর্তমান পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে চাইলে কূটনৈতিক পদ্ধতির মাধ্যমে কাজ করতে হবে এবং অগঠনমূলক কার্যক্রম এড়াতে হবে।

 

আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিষদে চলতি মাসের ৮ তারিখে যুক্তরাষ্ট্র উত্থাপিত একটি প্রস্তাব পাস হয় । এতে সংস্থার সঙ্গে সহযোগিতা না করার জন্য ইরানের সমালোচনা করা হয়।

 

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় গত ৯ তারিখে প্রকাশিত এক বিবৃতিতে এ প্রস্তাবকে ভুল এবং রাজনৈতিক ও অগঠনমূলক বলে উল্লেখ করেছে। (শিশির/এনাম/রুবি)