সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত
2022-06-20 18:18:08

ঢাকা, জুন ২০: বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় জেলা সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে। স্থানীয়রা বলছেন, কিছু উঁচু এলাকা থেকে পানি নামলেও নিম্নাঞ্চল এখনো প্লাবিত।

বিশেষ করে, নগরের অভিজাত এলাকা হিসেবে পরিচিত উপশহরের পরিস্থিতি বেশ নাজুক। এ ছাড়া জেলার কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর, কানাইঘাট, দক্ষিণ সুরমা, সিলেট সদর, বিশ্বনাথসহ বন্যাকবলিত বিভিন্ন এলাকায় এখনো বন্যা পরিস্থিতি অপরিবর্তিত আছে।

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের পানি ও বন্যা ব্যবস্থাপনা ইনস্টিটিউটের পরিচালক এ কে এম সাইফুল ইসলাম বাংলাদেশ সংবাদ সংস্থাকে বলেন, সিলেটে বন্যার পানি বিপত্সীমা অতিক্রম করে রেকর্ড লেভেলে আছে। পানি সম্পূর্ণ নামতে এক সপ্তাহ লাগতে পারে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় জানিয়েছে, সিলেট-সুনামগঞ্জে এ পর্যন্ত এক কোটি মানুষকে নিরাপদ আশ্রয়ে নেওয়া হয়েছে। দুই জেলায় দুই কোটি ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। বন্যাকবলিতদের উদ্ধারে কাজ করছে সেনাবাহিনী, নৌবাহিনী, কোস্ট গার্ড ও ফায়ার সার্ভিস।

সাজিদ/হাশিম