সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসন পায়নি ম্যাকখোঁর জোট
2022-06-20 10:47:24

জুন ২০: গতকাল (রোববার) সন্ধ্যায় ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত প্রাথমিক ফলাফলে দেখা গেছে, এদিন অনুষ্ঠিত দেশটির পার্লামেন্ট নির্বাচনের দ্বিতীয় দফা ভোটে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকখোঁর কেন্দ্রবাদী জোট অধিকাংশ আসন পায়নি।

 

স্বরাষ্ট্র মন্ত্রণালয় ৯৭ শতাংশ ভোট হিসাব করার পর প্রাথমিক ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা যায়, ৫৭৭টি আসনে কেন্দ্রবাদী জোট ২৩৪টি পেয়েছে, যা সংখ্যাগরিষ্ঠ ২৮৯টি আসনের চেয়ে কম। এছাড়া, দ্বিতীয় দফায় ভোটদানের হার ছিল ৫৩.১১ শতাংশ।

 

২০১৭ সালের চেয়ে এবারের নির্বাচনে ম্যাকখোঁর জোটের পাওয়া আসন ব্যাপকভাবে কমেছে।

 

(প্রেমা/এনাম/রুবি)