অ্যাসাঞ্জের মামলাটি একটি আয়না যা যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের কপটতা প্রকাশ করেছে: চীনা মুখপাত্র
2022-06-20 18:46:19

জুন ২০: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন বিন আজ (সোমবার) বেইজিংয়ে অনুষ্ঠিত এক নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, অ্যাসাঞ্জের মামলাটি একটি আয়না এবং এটি যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ‘প্রেসের স্বাধীনতার’ ভণ্ডামি প্রকাশ করে দিয়েছে।

মুখপাত্র বলেন, ব্রিটেন অ্যাসাঞ্জকে গ্রেপ্তার ও প্রত্যর্পণ করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করার সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছে এবং দ্রুত প্রাসঙ্গিক প্রক্রিয়া এগিয়ে নিয়েছে। এ থেকে যুক্তরাষ্ট্রের সঙ্গে ব্রিটেনের বিশেষ সম্পর্ক বজায় রাখার তথাকথিত আনুগত্য ও অ্যাসাঞ্জসহ বিভিন্ন বিষয়ে ‘আন্তর্জাতিক দমন-পীড়ন’ চালাতে উল্লেখিত দুই দেশের সহযোগিতা সম্পূর্ণরূপে প্রকাশ করেছে।

 

অ্যাসাঞ্জের মামলা একটি আয়না। এতে দেখা যায় যে, যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের ‘প্রেসের স্বাধীনতা’ বজায় রাখার তথাকথিত দাবি কতটা ভণ্ডামিপূর্ণ। একদিকে অন্য দেশ সম্পর্কে বাজে কথা বলার সময় তারা পূর্ণ স্বাধীনতা ভোগ করে, অন্যদিকে তাদের ব্যাপারে কথা ফাঁস করলে কঠোর শাস্তির ঘোষণা করে। অন্য দেশের মিডিয়ায় জবাবদিহি করা হলো ‘রাজনৈতিক নিপীড়ন’, মিডিয়াকে দমন করা হল 'আইন অনুযায়ী কাজ করা'। অ্যাসাঞ্জের মানবাধিকার পরিস্থিতি এবং ব্যক্তিগত বিষয়ে বিশ্ব সহানুভূতিশীল। আশা করা যায়, ন্যায্যতা ও ন্যায়বিচার সমুন্নত থাকবে এবং আধিপত্যবাদী শক্তি সবসময় নিজের ইচ্ছামতো কাজ করতে পারবে না।

লিলি/তৌহিদ/শুয়ে