সেবা দানকারী রোবট যেসব কাজ করতে পারে!
2022-06-20 18:49:21

জুন ২০: ‘মাস্টার, আপনাকে ঘরে স্বাগত জানাই’। যখন আপনি কাজ শেষ করে বাসায় যাবেন, তখন রোবট দরজার সামনে আপনার জন্য অপেক্ষা করবে, বাসার এসিসহ বিভিন্ন মেশিন চালু করে আপনাকে একটি আরামদায়ক পরিবেশ দেবে।

এসব ফিকশন মুভির চিন্তাধারা চীনাদের জীবনে দেখা যাচ্ছে।

 

হাসপাতালে অস্ত্রপচার করা এবং ওষুধ পৌঁছে দেওয়ার বিশেষ রোবট আছে। অবসর কেন্দ্রে নার্সারিং রোবট আছে। বাইরে ভ্রমণে গাইড এবং নিরাপত্তা রক্ষী রোবট আছে। এসব রোবটের ব্যবহার মানুষের জীবনকে আরো সহজ করছে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)