‘শক্তিশালী ও উষ্ণ’- বাবা দিবসে বিখ্যাত চীনা শিল্পী হান মেইলিনের বিশেষ উপহার
2022-06-19 15:50:13

জুন ১৯: আজ (রোববার) বাবা দিবসে চীনের বিখ্যাত শিল্পী ও ছিংহুয়া বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অধ্যাপক হান মেইলিন এই উত্সবের জন্য বিশেষ একটি উপহার তৈরি করেছেন। তা হলো- ‘সিরামিক কটন-প্যাডেড জ্যাকেট’।

বাবার প্রতি ভালোবাসা উষ্ণ, সরল ও শক্তিশালী। বাবার ভালোবাসা পাহাড়ের মতো দৃঢ়। চীনা ভাষায় সন্তানকে বাবা মা’র আরামদায়ক ‘ছোট কটন-প্যাডেড জ্যাকেট’ বলা হয়।

৮৬ বছর বয়সী হান মেইলিন অত্যন্ত প্রভাবশালী সমসাময়িক চীনা ডিজাইনার। চিত্রকলা, ক্যালিগ্রাফি, ভাস্কর্য, সিরামিক, নকশা ও লেখাসহ অনেক শৈল্পিক ক্ষেত্রে তার উচ্চ কৃতিত্ব রয়েছে।

সিরামিক ছোট কটন-প্যাডেড জ্যাকেটের প্যাটার্নকে ‘বুক অফ হেভেন’ হিসেবে বলা হয়। এসব প্যাটার্ন এসেছে প্রাচীন চীনা চরিত্রগুলোর উপর হান মেইলিনের কয়েক দশকের শ্রমসাধ্য গবেষণা থেকে। তিনি ওরাকল হাড়, পাথর খোদাই, শিলা চিত্র, প্রাচীন মৃৎশিল্প, ব্রোঞ্জ, মৃৎশিল্প, ইটের শিলালিপি, পাথরের ড্রামসহ বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা নানা সাংস্কৃতিক নিদর্শন থেকে হাজার হাজার প্রাচীন পাঠ্য চিহ্ন অনুসন্ধান ও নথিভুক্ত করেছেন এবং যত্ন সহকারে অনুলিপি বানিয়েছেন। অবশেষে অক্ষর ও শব্দের মাধ্যমে এসব প্যাটার্ন প্রকাশ করা হয়েছিল এবং এটিকে ‘বুক অফ হেভেন’  নাম দেওয়া হয়েছিল। সিরামিক ছোট কটন-প্যাডেড জ্যাকেটের নির্মাতা হচ্ছেন হান মেইলিনের ছাত্র ছাও চিওয়েই; তিনিই ছিংহুয়া বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন।

লিলি/তৌহিদ/শুয়ে