ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও বৈষম্য উস্কে দেওয়া এবং তার প্রচারে সতর্ক থাকতে গুতেরহিসের আহ্বান
2022-06-19 15:48:06

জুন ১৯: গতকাল (শনিবার) ছিল ঘৃণাত্মক বক্তৃতা প্রতিরোধের প্রথম আন্তর্জাতিক দিবস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় নিন্দা ও বৈষম্য উস্কে দেওয়া এবং তার প্রচারে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ ও নির্মূলে চেষ্টা করা উচিত্ বলে তিনি উল্লেখ করেন।

ভাষণে তিনি বলেন, ঘৃণাত্মক বক্তব্য সহিংসতা উস্কে দিয়েছে, বৈচিত্র্য ও সামাজিক সংহতি ক্ষুণ্ণ করেছে এবং আন্তর্জাতিক সমাজের সংহতি জোরদার করার অভিন্ন মূল্যবোধ ও নীতি হুমকির মুখে পড়েছে। ইন্টারনেট ও সোশ্যাল মিডিয়ায় ঘৃণামূলক বক্তব্য ছড়িয়ে পড়েছে, যা সীমান্ত পার হয়ে গেছে। কোভিড-১৯ মহামারির সময় সংখ্যালঘুদের বিরুদ্ধে ঘৃণামূলক বক্তব্যের বিস্তার আবারও প্রমাণ করেছে যে, অনেক সমাজ সহজেই কলঙ্ক, বৈষম্য ও ষড়যন্ত্র-সংক্রান্ত ঘৃণামূলক বক্তব্যের নেতিবাচক প্রভাবে পড়তে পারে।

 

গুতেরহিস বলেন, এই আচরণ বর্ণবাদ, জেনোফোবিয়া এবং নারীর প্রতি সহিংসতা জোরালো করতে পারে এবং আন্তর্জাতিক সমাজের শান্তি ও নিরাপত্তা বেগবান করা এবং মানবাধিকার ও টেকসই উন্নয়নে গুরুতর প্রভাব ফেলতে পারে। গুতেরহিস উল্লেখ করেছেন যে, ঘৃণাত্মক বক্তৃতা সবার জন্য বিপদ এবং ঘৃণামূলক বক্তব্যকে দমন করা প্রত্যেকের দায়িত্ব। তিনি আন্তর্জাতিক সমাজকে বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা দেখানোর মাধ্যমে ঘৃণামূলক বক্তব্য প্রতিরোধ ও নির্মূল করার সর্বাত্মক প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছেন।

লিলি/তৌহিদ/শুয়ে