অন্যান্য গ্রামের মতো তিন বছর আগে হুনান প্রদেশের চেনচৌ শহরের কুইদং জেলার গ্রামে প্রাকৃতিক বন সংরক্ষক, নদী পরিচ্ছন্নতাকারী, সড়ক সংরক্ষক, পরিবহনকর্মী, নিরাপত্তা উত্পাদন তত্ত্বাবধায়ক ব্যবস্থাপক ছিল। বর্তমানে গ্রামগুলোয় শুধু একজন পরিষেবা কর্মকর্তা কাজ করেন। তিনি হলেন গ্রামীণ কর্মচারী।
আগের পাঁচ জন কর্মী ছিলেন। এখন একজন কর্মী আছেন। তবে, জনকল্যাণমূলক কাজের যোগ্যতা তার বেড়েছে।
কুইদং জেলা হুনান ও চিয়াংসি প্রদেশের সীমানায় পাহাড়ি অঞ্চলে অবস্থিত। জেলাটির জনসংখ্যা ২.১২৩ লাখ, আয়তন ১৪৫১.৫৬ বর্গকিলোমিটার। জেলাটিতে ৪৭১টি পাহাড় আছে। জেলাটির আয়তন বড়, তবে জনসংখ্যা কম। সেজন্য জেলাটির গ্রাম পর্যায়ের পরিচালনাকাজ কঠিন। আগে একটি গ্রামে একাধিক জনকল্যাণমূলক পদ ছিল। তখন বিভিন্ন পদের দায়িত্ব অস্পষ্ট ছিল; দায়িত্বপ্রাপ্ততের অদক্ষতাও ছিল উল্লেখ করার মতো।
২০১৯ সালের এপ্রিলে কুইদং জেলার পৌর সরকার গ্রাম পর্যায়ের জনকল্যাণমূলক কাজ সংস্কারের পরিকল্পনা প্রণয়ন করে। এখন একজন কর্মী সমস্ত জনকল্যাণমূলক কাজ করেন। কর্মীদের বেতনও বেড়েছে। কর্মীরা এখন গ্রামের গ্রিডিং ব্যবস্থাপনায় আরো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
২০২১ সালের ডিসেম্বরে কৃষি ও গ্রাম মন্ত্রণালয়, জাতীয় উন্নয়ন ও সংস্কার কমিশন এবং জাতীয় গ্রাম পুনরুজ্জীবন ব্যুরো তৃতীয় দফা জাতীয় গ্রামীণ জনসেবার বিশেষ উদাহরণ তালিকা প্রকাশ করে। এতে কুইদং গ্রামের জনকল্যাণ সেবা নেটওয়ার্ক অন্তর্ভুক্ত হয়।
কুইদং জেলার সিনফাং থানার লংসি গ্রামের শিক্ষক ফাং জিয়া কুই হলেন গ্রামটির জনকল্যাণকর্মী। তিনি মনে করেন এ ধরনের কর্মী হলেন গ্রামের এক ধরণের পরিচালক।
ফাং জিয়া কুই শিক্ষকতা কাজ ছাড়াও গ্রামের পরিবহন, পরিষ্কার-পরিচ্ছনতা কার্যক্রম পরিচালনা করেন। এ ছাড়াও তিনি সবসময় গ্রাম পর্যবেক্ষণ করেন।
তিনি প্রতিদিন গ্রামের শিশুদেরকে কিন্ডারগার্টেন ও স্কুলে যাওয়ার সময় নিরাপত্তা দেন। এ ছাড়াও তিনি গ্রামবাসীদের পক্ষ থেকে স্থানীয় সরকারকে বিভিন্ন অনুরোধ জানান। তিনি হলেন স্থানীয় বাসিন্দা ও সরকারের মধ্যে একটি সেতুর মতো। এ কারণে গ্রামবাসী ও পৌর সরকারের মধ্যে সবসময় যোগাযোগ থাকে। স্থানীয় সরকার এখন আরও দ্রুত বাসিন্দাদের কঠিন সমস্যা সম্পর্কে জানতে পারে ও তা সমাধান করতে পারে।
ফাং জিয়া কুই জন্মস্থানের দ্রুত পরিবর্তন ও উন্নয়ন অনুভব করেন। স্থানীয় সড়ক রূপান্তরিত হয়েছে। আগে বৃষ্টি হলে গ্রামের রাস্তা নষ্ট হয়ে যেত। তবে বর্তমানে নতুন সড়ক নির্মিত হয়েছে। স্থানীয় বাসিন্দাদের জীবনমান অনেক উন্নত হয়েছে।
২০০৯ সালে কুউদং জেলা গ্রামীণ জনকল্যাণকর্মীদে ১৫৬ বার প্রশিক্ষণ দেওয়া হয়েচে। কর্মীদের দক্ষতা উন্নত করার পাশাপাশি দলগত সহযোগিতা বেড়েছে। কর্মীরা জনকল্যাণের কাজ ছাড়াও নিজেদের কাজ বা কৃষিকাজ করে থাকেন। যদিও তাঁরা সবসময় ব্যস্ত থাকেন, তবুও গ্রামের পরিবর্তন দেখলে তাঁদের সন্তুষ্ট লাগে।
এ বছরের প্রথম দিকে কুইদং জেলা গ্রামীণ কর্মী নিযুক্তির নতুন পরিকল্পনা প্রকাশ করে। নতুন পরিকল্পনা অনুযায়ী কর্মীর সংখ্যা হবে বিভিন্ন গ্রামের জনসংখ্যার ৬ শতাংশ। কর্মীরা স্থানীয় বাসিন্দাদের মধ্য থেকে নির্বাচিত হবেন। স্থানীয় অবস্থা সম্পর্কে স্পষ্ট ধারাণা থাকায় তাঁরা আরো সুবিধাজনকভাবে তথ্য সংগ্রহ, ঝুঁকি আবিষ্কার ও বাসিন্দাদের মধ্যে মতভেদ দূর করতে পারবেন।
২০২১ সালে কুইদং জেলায় ১৫০ জন বিশিষ্ট্যপূর্ণ গ্রামীণ কর্মী নির্বাচিত হন। বিশিষ্ট কর্মীরা বিশেষ বোনাস পান। এটি তাঁদেরকে উত্সাহ দেয়।
কুউদং জেলার চীনা কমিউনিস্ট পার্টি কমিটির সম্পাদক উ চি ফিং বলেন, জেলাটি অব্যাহতভাবে গ্রামীণ কর্মীদের বেতন বাড়িয়েছে। জেলাটি গ্রামগুলোর মধ্যে একটি পরিচালকের নেট প্রতিষ্ঠা করেছে এবং গ্রামবাসীদের জীবনমান উন্নত করার চেষ্টা চালিয়ে যাচছে। (ছাই/আলিম)