২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে সি চিন পিং ভাষণ দিয়েছেন
2022-06-18 15:34:28

জুন ১৮: গতকাল (শুক্রবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিওয়ের মাধ্যমে ২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং একটি বক্তৃতা দেন।

বক্তৃতায় প্রেসিডেন্ট সি বলেন, বর্তমান বিশ্বে শত বছরের পরিবর্তনশীল পরিস্থিতি ও শতাব্দীর ভয়াবহ মহামারি প্রেক্ষাপটে অর্থনীতির বিশ্বায়ন হুমকির সম্মুখীন হয়েছে এবং জাতিসংঘের ২০৩০ এজেন্ডা বাস্তবায়ন অভূতপূর্ব চ্যালেঞ্জের মুখে পড়েছে। আন্তর্জাতিক সমাজ আরও ন্যায়সঙ্গত, টেকসই ও নিরাপদ উন্নয়ন চায়। আমাদের অবশ্যই সুযোগকে কাজে লাগাতে হবে, চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে, বৈশ্বিক উন্নয়ন বাস্তবায়নকে উৎসাহিত করতে হবে এবং যৌথভাবে শান্তি ও সমৃদ্ধির একটি উজ্জ্বল ভবিষ্যত তৈরি করতে হবে।

 

তিনি বলেন, উন্নয়নের জন্য একটি অনুকূল পরিবেশ তৈরি করা উচিত্। সত্যিকারের বহুপক্ষবাদ অনুসরণ করা, বিভিন্ন দেশের জাতীয় অবস্থার সঙ্গে মানানসই উন্নয়নের পথ বাছাই করা এবং একটি উন্মুক্ত বিশ্ব অর্থনীতি গড়ে তোলার জন্য সব দেশকে সম্মান ও সমর্থন করা প্রয়োজন।

সি চিন পিং আরো বলেন, চীনের অর্থনীতির দৃঢ় স্থিতিস্থাপকতা ও যথেষ্ট সম্ভাবনা আছে। তাই দীর্ঘমেয়াদী উন্নয়নের মৌলিক প্রবণতা পরিবর্তিত হয়নি এবং আমরা চীনের অর্থনৈতিক উন্নয়নে পূর্ণ আস্থা রাখি। চীন উচ্চ-মানের উন্নয়ন এগিয়ে নেবে, অটলভাবে উচ্চ-স্তরের উন্মুক্তকরণ প্রসারিত করবে এবং ‘এক অঞ্চল, এক পথ’ উদ্যোগের যৌথ নির্মাণ জোরদার করবে। চীন রাশিয়াসহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যৌথভাবে উন্নয়নের সম্ভাবনা তৈরি করা, বৃদ্ধির সুযোগ ভাগাভাগি করা, বিশ্বব্যাপী উন্নয়নের সহযোগিতা আরও গভীর করা এবং মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটি গঠনে নতুন অবদান রাখবে।

লিলি/তৌহিদ/শুয়ে