সিপিসি’র অষ্টম আর্থিক খাতের পর্যবেক্ষণ কাজ সম্পন্ন
2022-06-18 18:55:07

জুন ১৮: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির পলিট ব্যুরো গতকাল (শুক্রবার) ‘ঊনবিংশ কেন্দ্রীয় কমিটির অষ্টম আর্থিক সংস্থার পর্যবেক্ষণ কাজের রিপোর্ট’ যাচাই করেছে। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সি চিন পিং এর সভাপতিত্ব করেছেন।

সম্মেলনে বলা হয়েছে, সি চিন পিং-কেন্দ্রিক সিপিসি’র কেন্দ্রীয় কমিটি পর্যবেক্ষণ কাজে অনেক গুরুত্ব দেয়। এই কাজকে সিপিসি’র সংস্কার এবং সার্বিকভাবে সিপিসি পরিচালনার কঠোর কৌশলগত ব্যবস্থাপনা হিসেবে দেখে।

সম্মেলনে উল্লেখ করা হয়, পর্যবেক্ষণ কাজ আর্থিক খাতের সংস্কার ও উন্নয়ন জোরদার করার গুরুত্বপূর্ণ ব্যবস্থা। সি চিন পিং কেন্দ্রীয় সরকারকে এই কাজের নির্দেশনা দিয়েছেন এবং  মৌলিক নিয়ম নির্ধারণ করেছেন। এর ফলে পর্যবেক্ষণ কাজে ধারাবাহিক সাফল্য অর্জিত হয়েছে। চীনের আর্থিক সংস্থার সিপিসি শাখা পর্যবেক্ষণ কাজের নির্দেশনা অনুযায়ী বিভিন্ন সমস্যা সংশোধন করেছে, কিছু ঝুঁকি দূর করেছে। কর্মকর্তা ও তৃণমূল পর্যায়ের সিপিসি শাখার নির্মাণ আরো জোরদার করা হয়েছে। অপরাধ সমস্যার আইনানুগ সমাধান করা হয়েছে।

সম্মেলনে জোর দিয়ে বলা হয়, দৃঢ়ভাবে চীনের বৈশিষ্ট্যময় আর্থিক উন্নয়নের পথে অবিচল থাকতে হবে। আর্থিক কাজে সিপিসি’র নেতৃত্ব অনুসরণ করতে হবে, আর্থিক ঝুঁকি প্রতিরোধ করতে হবে। সংস্কার ও উদ্ভাবন সম্প্রসারণ করতে হবে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)