ছুমোলোংমা শৃঙ্গের দক্ষিণ ঢালে বেস ক্যাম্প স্থানান্তরের কথা ভাবছে নেপাল
2022-06-18 18:20:21

জুন ১৮: নেপালের কর্মকর্তারা গতকাল (শুক্রবার) জানান,  মানব কার্যকলাপ বৃদ্ধির কারণে ছুমোলোংমা শৃঙ্গের দক্ষিণ ঢালে বেস ক্যাম্পে অবস্থিতি খুম্বু হিমবাহ এলাকা উষ্ণ হয়ে উঠেছে। নেপাল সরকার বেস ক্যাম্প স্থানান্তরের কথা বিবেচনা করছে।

ছুমোলোংমা শৃঙ্গের দক্ষিণ ঢালে বেস ক্যাম্প স্থানান্তরের বিষয়ে আলোচনা শুরু হয়েছে। তবে, কোনো সিদ্ধান্ত হয়নি।

 

এ বিষয়ে নেপালের পর্যটন ব্যুরোর জনৈক কর্মকর্তা বলেন যে, ব্যুরো একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে। এই ওয়ার্কিং গ্রুপের দু’জন সদস্য সিনহুয়া বার্তা সংস্থার সাংবাদিকদের বলেছেন, তারা প্রাথমিক প্রস্তাব জমা দিয়েছে। এর মধ্যে রয়েছে ছুমোলোংমা শৃঙ্গের দক্ষিণ ঢালে বেস ক্যাম্পকে তার বর্তমান অবস্থান থেকে কিছুটা নিচে স্থানান্তর করা অথবা খুম্বু হিমবাহের সঙ্গে সরাসরি মানুষের যোগাযোগ এড়াতে- অন্য স্থানে সরিয়ে নেওয়া।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)