যুক্তরাষ্ট্রে অ্যাসাঞ্জকে প্রত্যার্পণের অনুমোদন দিয়েছে ব্রিটেন
2022-06-18 15:24:37

জুন ১৮: ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল গতকাল (শুক্রবার) ‘উইকিলিকস’-এর প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে প্রত্যার্পণের অনুমোদন দিয়েছেন।

ব্রিটিশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ব্রিটেনের আদালতের মামলা রায় অনুযায়ী, অ্যাসাঞ্জকে প্রত্যার্পণ করা তাঁর মানবাধিকার, বিচারের ন্যায্যতা ও কথা বলার স্বাধীনতার অধিকারের লঙ্ঘন নয়। যুক্তরাষ্ট্রে তিনি স্বাস্থ্যসহ বিভিন্ন উপযোগী মর্যাদা পাবেন।

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রীর এই সিদ্ধান্তের বিষয়ে অ্যাসাঞ্জের ১৪ দিন আপিলের সময় আছে। পরবর্তীতে ব্রিটেনের হাই কোর্টে আপিল করার সুযোগ আছে।

অ্যাসাঞ্জের বয়স ৫০ বছর। ২০০৬ সালে তিনি ‘উইকিলিকস’ ওয়েবসাইট তৈরি করেন। ২০১০ সালে ‘উইকিলিকস’ আফগান যুদ্ধ এবং ইরাক যুদ্ধের সময়ে যুক্তরাষ্ট্রের বিপুল পরিমাণ কূটনৈতিক দলিল এবং মার্কিন বাহিনীর গোপন ফাইল প্রকাশ করে দেয়। যুক্তরাষ্ট্রের যুদ্ধাপরাধ সবার সামনে প্রকাশ পায়। এরপর যুক্তরাষ্ট্র তাঁর বিরুদ্ধে ১৭টি গোয়েন্দা অপরাধ এবং অযৌক্তিভাবে কম্পিউটার ব্যবহারের একটি মামলা দায়ের করে। ২০১৯ সালে অ্যাসাঞ্জকে ব্রিটেনে গ্রেফতার করা হয়।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)