যুক্তরাষ্ট্রে একদিনে ৮৬টি গোলাগুলির দুর্ঘটনা
2022-06-18 18:22:21

জুন ১৮: যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা আর্কাইভস ওয়েবসাইটের প্রকাশিত রিয়েল-টাইম ডেটা অনুসারে, যুক্তরাষ্ট্রের পূর্বাঞ্চলের সময় ১৬ জুন থেকে ১৮ জুন বিকেলে ৪টা পর্যন্ত, গোটা দেশে মোট ১০০টি গোলাগুলির ঘটনা ঘটেছে। এর মধ্যে ১৬ জুন অন্তত ৮৬টি ঘটনা ঘটে।

 

গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের ইলিনয়ের শিকাগোতে একাধিক গুলির ঘটনা ঘটেছে। এতে ১১জন আহত হয়েছে। আহতদের মধ্যে একটি ৩ বছরের শিশু রয়েছে। যখন গুলি শুরু হয়- মেয়েটি তখন গাড়িতে ছিল। গুলি গাড়ির দরজা ভেদ করে শিশুটির পায়ে লাগে। তবে সৌভাগ্যক্রমে তার জীবন বিপন্ন হয়নি। স্থানীয় মিডিয়ার প্রতিবেদনে বলা হয়, শিকাগোতে আগের দিন একটি গুলির ঘটনায় ১১জন গুলিবিদ্ধ হয় এবং এর মধ্যে ৫জন মারা গেছে।

একই দিনে নিউ ইয়র্কে কয়েক ঘণ্টায় ৮টি গুলির ঘটনা ঘটেছে। এর ফলে ৯জন গুলিবিদ্ধ হয়। এর মধ্যে ১জন মারা গেছে। আরকানসাসে একটি ২বছর বয়সী ছেলে এবং তার মাকে গুলি করা হয়। ছেলেটি দুঃখজনকভাবে মারা যায়। তবে, হাসপাতালে নেওয়ার পর তার মা বেঁচে যায়।

(জিনিয়া/তৌহিদ/শুয়েই)