প্রথম কোয়ার্টারে মহামারীর কারণে সমস্যাগ্রস্ত মানুষকে সাহায্যের পরিমাণ ছিল ১৩.৭৯ লাখ পার্সন টাইমস
2022-06-18 15:37:54

জুন ১৮: গতকাল (শুক্রবার) চীনের রাষ্ট্রীয় পরিষদের সংবাদ অফিসের সূত্র জানায়, চলতি বছরের প্রথম কোয়ার্টারে মহামারির কারণে দেশব্যাপী মোট ১৩.৭৯ লাখ মানুষকে সাহায্য করা হয়েছে। এতে ব্যয় হয়েছে মোট ৩০ কোটি ইউয়ান।

 

বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়ের উপমন্ত্রী থাং চেংপেই এদিন প্রেস ব্রিফিংয়ে বলেন, মহামারির কারণে হঠাত্ দরিদ্রতায় পড়া মানুষকে এককালীন সহায়তা করা ছিল দেশের একটি গুরুত্বপূর্ণ নীতি। বেসামরিক প্রশাসন মন্ত্রণালয়সহ অন্যান্য বিভাগের নিয়ম অনুসারে, মহামারির কারণে যারা স্বাভাবিকভাবে কাজে ফিরতে পারেন নি, টানা তিন মাস কোনো আয় করেন নি, কৃষি শ্রমিকদের মতো যারা বেকারত্ব বীমায় অংশ নেন নি, তারা তাদের কাজের জায়গায় বা অভ্যাসগত বাসস্থানে এককালীন অস্থায়ী সাহায্যের জন্য আবেদন করতে পারেন।

 

তা ছাড়া, বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় বিভিন্ন জায়গার সংশ্লিষ্ট বিভাগকে অত্যন্ত দরিদ্র জনগণকে আগের ভর্তুকির ভিত্তিতে এককালীন ভর্তুকি দেওয়ার অনুরোধও জানায়।

জানা গেছে, বিভিন্ন জায়গার দরিদ্র জনগণের মৌলিক জীবন নিশ্চিত করতে সাহায্যকারী নীতি বাস্তবায়ন করার জন্য বেসামরিক প্রশাসন মন্ত্রণালয় এবং অর্থমন্ত্রণালয় ১৫৪.৬৮ বিলিয়ন ইউয়ান সাহায্য তহবিল বরাদ্দ করেছে এবং এই সংখ্যা গত বছরের তুলনায় ৭০৬ কোটি ইউয়ান বেশি।

লিলি/তৌহিদ/শুয়ে