ভূমিক্ষয় প্রতিরোধে জাতিসংঘ মহাসচিবের আহ্বান
2022-06-18 15:50:51

জুন ১৮: গতকাল (শুক্রবার) ছিল বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস এদিন এক ভাষণে আন্তর্জাতিক সমাজকে ভূমিক্ষয় প্রতিরোধে আরও বেশি ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বিশ্বে অর্ধেক জনসংখ্যা ভূমিক্ষয়ে ক্ষতিগ্রস্ত। বিশ্বের প্রায় সব এলাকায় খরা দেখা দিয়েছে এবং আরও তীব্র হচ্ছে। বালিঝড়, বন্যা, আগুন, গৃহহারা ও সংঘর্ষ বাড়ছে। এর ফলে কোটি কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি বলেন, খরা সমস্যায় আবহাওয়া পরিবর্তনের বিষয় জড়িত। তবে, ভূমি পরিচালনার পদ্ধতিও এর সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত। মানুষ ভূমিক্ষয়ের গতি নিয়ন্ত্রণ করতে পারে।

(শুয়েই/তৌহিদ/জিনিয়া)