বিশ্ব উন্নয়নের আহ্বান বাস্তবায়নে চীনের প্রস্তাব সহায়ক: সিএমজি সম্পাদকীয়
2022-06-18 19:49:00

জুন ১৮: গতকাল (শুক্রবার) রাতে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিওয়ের মাধ্যমে ২৫তম সেন্ট পিটার্সবুর্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দেন এবং একটি বক্তৃতা দেন। তাঁর প্রস্তাব বিশ্বের উন্নয়ন বাস্তবায়নে সহায়ক। এই মন্তব্য করেছে সিএমজি সম্পাদকীয়।

এদিনের বক্তৃতায় প্রেসিডেন্ট সি জোর দিয়ে বলেন, বিশ্বের উন্নয়ন আহ্বানের বাস্তবায়ন জোরদার করতে হবে, যৌথভাবে শান্তিপূর্ণ, সমৃদ্ধ ও সুন্দর ভবিষ্যত্ গড়তে হবে। এজন্য তিনি উন্নয়নের অনুকূল পরিবেশ সৃষ্টি করা, উন্নয়নের অংশীদারিত্বের সম্পর্ক চাঙ্গা করা, অর্থনীতির বিশ্বায়ন মজবুত করা এবং উদ্ভাবনে অবিচল থাকাতে চারটি প্রস্তাব দিয়েছেন। যা আন্তর্জাতিক সমাজের আরো ন্যায্য, আরো টেকসই এবং আরো নিরাপদ উন্নয়নের জন্য দিক-নির্দেশনা দিয়েছে।

বর্তমানে করোনাভাইরাসের মহামারি চলছে। রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ আন্তর্জাতিক পরিস্থিতিকে বিপজ্জনক করেছে। রাশিয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের চরম শাস্তি বিশ্বের শিল্প চেইন, সরবরাহ চেইন এবং জ্বালানি, অর্থ, খাদ্য নিরাপত্তায় নেতিবাচক প্রভাব ফেলেছে।

এই অবস্থায় প্রেসিডেন্ট সি বিশ্ব উন্নয়নের প্রস্তাব বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন।

বিভিন্ন দেশের যৌথ উন্নয়ন হলো প্রকৃত উন্নয়ন। চীন আব্যাহতভাবে উচ্চ মানের উন্নয়ন জোরদার করবে, উচ্চ মানের উন্মুক্তকরণ সম্প্রসারণ করবে, উচ্চ মানের ‘এক অঞ্চল, এক পথ’ সহযোগিতা বাস্তবায়ন করবে। চীন অব্যাহতভাবে বিভিন্ন কার্যকর ব্যবস্থা নেবে।

(শুয়েই/তৌহিদ)