পূর্ব সীমান্তে আরো শক্তি বাড়াবে ন্যাটো
2022-06-17 15:36:03

জুন ১৭:  প্রতিরক্ষা জোরদার এবং  আরো দ্রুত সাহায্য করতে পূর্ব সীমান্তে আরও বাহিনী মোতায়েন করবে ন্যাটো। সংস্থার মহাসচিব জেন্স স্টোলটেনবার্গ গতকাল (বৃহস্পতিবার) একথা বলেছেন।

 

স্পেনের মাদ্রিদে অনুষ্ঠিতব্য ন্যাটো শীর্ষসম্মেলনের প্রস্তুতি হিসেবে গত ১৫-১৬ জুন বেলজিয়ামের ব্রাসেলসে অনুষ্ঠিত হয় ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীদের সম্মেলন। সম্মেলন শেষে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে মহাসচিব বলেন, রুশ- ইউক্রেন সংঘর্ষ যে পরিবর্তন বয়ে আনবে, তা মোকাবিলায় প্রস্তুতি নিতে হবে।

 

তিনি বলেন, মাদ্রিদ শীর্ষসম্মেলন একটি সংস্কার সম্মেলন হবে এবং সেখানে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে।

 

তিনি আরও বলেন, ন্যাটো প্রতিরক্ষামন্ত্রীরা নিবৃত্তিমূলক শক্তি ও প্রতিরক্ষা জোরদার নিয়ে আলোচনা করেছেন। পূর্ব সীমান্তে আরও বাহিনী ও অস্ত্র মোতায়েন করা হবে। ন্যাটো সদস্যরা ইউক্রেনকে দীর্ঘমেয়াদি ও সার্বিক সমর্থন দেয়ার পরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন। (শিশির/এনাম/রুবি)