ব্রিকস নেতৃবৃন্দের ১৪তম বৈঠকে সভাপতিত্ব করবেন চীনা প্রেসিডেন্ট সি চিন পিং
2022-06-17 11:49:49

জুন ১৭: চীনের প্রেসিডেন্ট সি চিন পিং আগামী ২৩ই জুন ব্রিকস নেতৃবৃন্দের ১৪তম বৈঠকে সভাপতিত্ব করবেন। এবারের বৈঠকের মূল প্রতিপাদ্য হচ্ছে: “উচ্চমানের অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠা, বৈশ্বিক উন্নয়নের নতুন যুগ সৃষ্টি”। বৈঠকটি ভিডিও-সংযোগের মাধ্যমে অনুষ্ঠিত হবে।

এ ছাড়া, আগামী ২৪ই জুন প্রেসিডেন্ট সি চিন পিং “নতুন যুগে বৈশ্বিক উন্নয়নে অংশীদারিত্বের সম্পর্ক প্রতিষ্ঠার মাধ্যমে যৌথভাবে ‘এজেন্ডা ২০৩০’ বাস্তবায়ন” শীর্ষক উচ্চ পর্যায়ের সংলাপে সভাপতিত্ব করবেন। ব্রিকস দেশগুলোর নেতারা এবং সংশ্লিষ্ট নবোদিত বাজারদেশ ও উন্নয়নশীল দেশগুলোর নেতারা সংলাপে অংশগ্রহণ করবেন। সংলাপ অনুষ্ঠিত হবে অনলাইনে। 

এর আগে, আগামী ২২ই জুন প্রেসিডেন্ট সি চিন পিং ভিডিও-সংযোগের মাধ্যমে ব্রিকস দেশগুলোর শিল্প ও বাণিজ্য ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন এবং মূল ভাষণ দেবেন। (প্রেমা/আলিম/ছাই)