গত দশকে ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর গভীরতর করেছে চীন
2022-06-17 21:57:34

জুন ১৭: আজ (শুক্রবার) সকালে চীনের সম্প্রচার মন্ত্রণালয় ‘চীনে গত দশ বছর’ শীর্ষক এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছে। চীনের রাষ্ট্রীয় পরিষদের রাষ্ট্রায়ত্ত সম্পদ তত্ত্বাবধান ও প্রশাসন কমিশন (এসএএসএসি) মহাপরিচালক এবং মুখপত্র পেং হুয়া কাং তাতে বক্তব্য রাখেন।

 

তিনি জানিয়েছেন, চীনা কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির অষ্টাদশ জাতীয় কংগ্রেসের পর থেকে এসএএসএসি নতুন দফা প্রযুক্তিগত বিপ্লব ও শিল্পের রূপান্তর প্রবণতার সুযোগে সরবরাহের কাঠামোগত সংস্কারকে কেন্দ্র করে সংস্কার ও সৃজনশীলতাকে চালিকাশক্তি হিসেবে প্রয়োগ করে ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর ও নবউদ্ভাবিত শিল্পের উন্নয়ন বেগবান করেছে।

 

এক: ঐতিহ্যবাহী শিল্পের রূপান্তর গভীরতর করেছে। ‘সেরা’ শব্দের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একদিকে, প্রযুক্তিগত সংস্কার ও সরবরাহ সুষ্ঠুতা বজায় রাখা হয়েছে। সরঞ্জাম বাড়ানো এবং বিনিয়োগ নবায়ন করার পাশাপাশি শিল্পকলার প্রযুক্তি, পণ্যের মান এবং নিরাপত্তার মানও উন্নত হয়েছে। যার ফলে ঐতিহ্যবাহী শিল্প অগ্রসর প্রযুক্তিগত ও মানসম্পন্ন শিল্পে উন্নত হয়েছে। অন্যদিকে, কার্যকারিতা উন্নয়নে ডিজিটাল ও স্মার্ট প্রযুক্তির  ব্যবহার হয়েছে। চীনের ৭০ শতাংশেরও বেশি  কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানে রয়েছে উচ্চ মানের ইন্টারনেট প্ল্যাটর্ফম। চল্লিশ শতাংশের বেশি শিল্পপ্রতিষ্ঠানে কৃত্রিম বুদ্ধিমান প্রযুক্তিগত গবেষনা কেন্দ্র রয়েছে। এছাড়া, সুবজায়ন ও সুষ্ঠু পরিবেশ জোরদার হয়েছে।  ইস্পাত, রঙিন ধাতু, বিল্ডিং উপকরণসহ নানা ধরণের শিল্পপ্রতিষ্ঠান জ্বালানি সাশ্রয় ও কার্বন নির্গমন হ্রাস জোরদার করেছে।

 

দুই: নবউদ্ভাবিত শিল্পের কাঠামো গঠন জোরদার হয়েছে। ‘দ্রুত’ শব্দের ওপর গুরুত্বারোপ করা হয়েছে। একদিকে, এসব শিল্পে বিনিয়োগ দ্রুত বৃদ্ধি পেয়েছে। এ খাতে অর্থায়ন অনেক বেড়েছে। ২০১৭ সালে অর্থায়নের পরিমাণ ৭০ হাজার কোটি ইউয়ানের চেয়ে কম ছিল। ২০২১ সালে এর পরিমাণ ১.৩ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। বার্ষিক বৃদ্ধির হার ছিল ২০ শতাংশ। অন্যদিকে, সমন্বিত প্ল্যাটফর্মের নির্মাণ অনেক বৃদ্ধি পেয়েছে। এসএএসএসির পরিচালনায় নতুন জ্বালানি-চালিত গাড়ি, পেই তৌ নেভিগেশন ব্যবস্থা, ই-কমার্সসহ নানা ডিজিটাল প্ল্যাটফর্ম প্রতিষ্ঠিত হয়েছে। তাছাড়া, নতুন কাঠামো দ্রুত গঠিত হয়েছে। ৭০টিরও বেশি কেন্দ্রীয় শিল্পপ্রতিষ্ঠানের অধীনস্থ ৭০০টিরও বেশি কোম্পানি নতুন কাঠামোগত নির্মাণ কার্যক্রম চালু করেছে। ২০২১ সালে এ বিনিয়োগের পরিমাণ ৪ বিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে। চতুর্দশ পাঁচসালা পরিকল্পনার সময় বিনিয়োগের পরিমাণ ১০ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়ে যাবে। (রুবি/এনাম/শিশির)