চীনের জাতীয় গণকংগ্রেসের আসন্ন নিয়মিত সম্মেলন প্রসঙ্গে
2022-06-17 12:54:25

জুন ১৭: চীনের জাতীয় গণকংগ্রেস (এনপিসি)-র স্থায়ী কমিটির  নিয়মিত সম্মেলন ২১ থেকে ২৪ জুন বেইজিংয়ে আয়োজিত হবে। সম্মেলনে ক্রীড়া আইনের সংশোধিত খসড়া, অ্যান্টি-টেলিকম ও নেটওয়ার্ক জালিয়াতি আইনের খসড়া, কৃষিপণ্যের মানদন্ড ও নিরাপত্তা আইনের সংশোধিত খসড়া, এবং সিভিল এনফোর্সমেন্ট আইনের খসড়া যাচাই করা হবে। গতকাল (বৃহস্পতিবার) এনপিসি’র স্থায়ী কমিটির আইন প্রণয়ন কর্ম-কমিশনের এক প্রেস ব্রিংফিয়ে এ তথ্য জানানো হয়।

সম্প্রতি ইন্টারনেটে শরীরচর্চা জনপ্রিয় হয়ে উঠেছে। চীনা নাগরিকরা শরীরচর্চা ও স্বাস্থ্যের ওপর বেশি মনোযোগ দিচ্ছেন। জাতীয় ফিটনেস ও জাতীয় স্বাস্থ্যকে সমন্বিত করা হলো এবারের ক্রীড়া আইন সংশোধনের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্পর্কে এনপিসি’র স্থায়ী কমিটির আইন প্রণয়ন কর্ম-কমিশনের মুখপাত্র ইয়াং হ্যে ছিং বলেন,

“চীন জাতীয় শরীরচর্চা-ব্যবস্থা গড়ে তুলবে। দেশে জাতীয় শরীরচর্চার গণ পরিষেবাব্যবস্থা প্রতিষ্ঠিত হবে। নাগরিকদেরকে শরীরচর্চায় নানাভাবে উত্সাহ দেওয়া হবে। পাশাপাশি, শরীরচর্চার মানদন্ডও নির্ধারণ করা হবে। নাগরিকদের ফিজিক পর্যবেক্ষণ ও জাতীয় শরীরচর্চা পর্যবেক্ষণ-ব্যবস্থা গড়ে তুলতে হবে। বিভিন্ন পর্যায়ের আঞ্চলিক পৌর সরকার ও সংশ্লিষ্ট বিভাগকে জাতীয় শরীরচর্চার প্রয়োজনীয় সুবিধা সরবরাহ করার অনুরোধ জানানো হবে।”

সম্প্রতি দেশের টেলিকম নেটওয়ার্ক জালিয়াতি হট ইস্যুতে পরিণত হয়েছে। অভিজ্ঞতা সংগ্রহের ভিত্তিতে টেলিকম ও ইন্টারনেট জালিয়াতি-বিরোধী আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনের লক্ষ্য হলো প্রতিরোধমূলক আইনি ব্যবস্থাকে আরও শক্তিশালী করার চেষ্টা করা। টেলিকম নেটওয়ার্ক জালিয়াতি দমনের জন্য আইনগত নিশ্চয়তা দেওয়া হবে। এবারের পর্যালোচনায় বহুমুখী পরিচালনা, উত্স থেকে পরিচালনা, ও সম্পূর্ণ চেইন পরিচালনা অন্তর্ভুক্ত হবে। ইয়াং হ্যে ছিং বলেন,

“প্রথমত, জরিমানা বৃদ্ধি, দ্বিতীয়ত, জরিমানার অর্থের ব্যবস্থাপনা উন্নয়ন, এবং তৃতীয়ত, প্রচার ও প্রতিরোধ জোরদার করা হবে।”

খাদ্য হলো জনগণের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কৃষিপণ্যের মানদন্ড ও নিরাপত্তা হলো খাদ্যের নিরাপত্তা। ইয়াং বলেন, এবারের পর্যালোচনায় কৃষিপণ্যের মান রক্ষায় সবচেয়ে কঠোর ও গুরুতর ব্যবস্থা গ্রহণের সম্ভাবনা আছে। কৃষিপণ্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো মান। কৃষিবাজারের উচিত সমস্ত কৃষিপণ্যের মান পরীক্ষা করা। কৃষিপণ্য বিক্রিকারী প্রতিষ্ঠানের গ্রহণযোগ্যতা উন্নত করতে হবে। কৃষি উত্পাদন এলাকায় শীতল চেইন পরিবহন অবকাঠামো নির্মাণে সহায়তা করতে হবে। শীতল চেইন পরিবহনের ক্ষেত্রে কৃষিপণ্যের গুণগত মান ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ই-কমার্সে কৃষিপণ্যের মান নিশ্চিত করার নিয়ম প্রকাশিত হবে। কৃষিশিল্প, গ্রাম ও বাজার তত্ত্বাবধান সংস্থার সম্পূর্ণ তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব নির্ধারিত হবে।

আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করা হচ্ছে সমস্যা সমাধানের এবং আইন কার্যকরের বাস্তব পদ্ধতি। আইনের যথাযথ প্রয়োগ জনগণের স্বাস্থ্য সুরক্ষা ও সামাজিক ন্যায্যতা রক্ষার জন্য গুরুত্বপূর্ণ। ইয়াং বলেন, আইনের যথাযথ প্রয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে বিদ্যমান পদ্ধতির পরিমার্জন, সিভিল এনফোর্সমেন্ট কার্যক্রম নিয়ন্ত্রণ, সঠিকভাবে আইন প্রয়োগ নিশ্চিত করা, বিভিন্ন পক্ষের বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করা, বিচারিক ন্যায্যতা বজায় রাখা জরুরি। (ছাই/আলিম)