‘শেন চৌ-৯’ মহাকাশযান উত্ক্ষেপণের দশক পূর্তি
2022-06-17 17:31:12

জুন ১৭: গতকাল (বৃহস্পতিবার) চীনের ‘শেন চৌ-৯’ মহাকাশযানের সফল উত্ক্ষেপণের ১০ বছর পূর্ণ হয়েছে। দশ বছর আগে চিং হাই পেং, লিউ ওয়াং ও লিউ ইয়াং নামের তিন নভোচারীকে নিয়ে মহাকাশে প্রবেশ করেছিল ‘শেন চৌ-৯’।

 

লিউ ইয়াং ছিলেন মহাকাশে যাওয়া প্রথম চীনা নারী। দশ বছর পর আজ চীনের মহাকাশ অভিযানে অনেক অগ্রগতি হয়েছে।

 

এক দশক আগের ‘শেন চৌ-৯’ ও বর্তমানের ‘শেন চৌ-১৪’-তেই তিনজন নভোচারী রয়েছেন। লিউ ইয়াং আবার ‘শেন চৌ-১৪’ মিশনের নভোচারী হয়েছেন। গত ১০ বছরে চীনের মহাকাশ ও রকেট প্রযুক্তির অনেক উন্নতি হয়েছে। মহাকাশ স্টেশনও ছোট ঘর থেকে ভিলায় পরিণত হয়েছে। মহাকাশ স্টেশন আরও বিশাল, আরামদায়ক এবং কার্যকর হয়েছে।

 

 (রুবি/এনাম/শিশির)