ভারতের গ্রামবাসীদের পানীয় জল সংকট সমাধানে ব্রিক্স ব্যাংক
2022-06-17 19:53:57


 

ভারতের উত্তরাঞ্চলের পার্বত্য হিমাচল প্রদেশে ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়নে গ্রামীণ জল ব্যবস্থা প্রকল্প নির্মিত হচ্ছে। এ প্রকল্প সম্পন্ন হলে স্থানীয় ৫ লাখ গ্রামবাসীর জল সংকট সমাধান হবে। বর্তমানে পাইপ সম্প্রসারণের কাজ সুষ্ঠুভাবে চলছে এবং পানির ট্যাংক স্থাপনের কাজও শুরু হতে যাচ্ছে।

 

স্থানীয় বাসিন্দারা গণমাধ্যমকে বলেন, তারা জন্মের পর থেকে বাড়ীতে পানি সরবরাহ সংকট দেখে আসছেন। পানি থাকলেও তা কেবল আধা ঘন্টা থেকে ৪৫ মিনিট স্থায়ী হয়। এক ঘন্টা স্থায়ী হতে কখনো দেখেননি তারা। মাঝেমধ্যে বিদ্যুত্ চলে গেলে ৫ থেকে ৮ দিন পানি থাকে না।

 

হিমাচল রাজ্যে গ্রামীণ পানি সরবরাহের কাঠামোগত ব্যবস্থা ছিল না। প্রয়োজনীয় পানি ব্যবহার করতে অনেকে অসুবিধায় পড়ে। ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের পরিসংখ্যান থেকে জানা গেছে, এ রাজ্যের ৪২ শতাংশ মানুষ পানীয় জল সংকটে রয়েছে। গ্রামাঞ্চলে প্রতিদিন পানি আনতে ও সেভ করতে অত্যন্ত দুঘন্টা সময় লাগে।

 

২০২১ সালের ডিসেম্বর মাসে ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংক এ অঞ্চলের পানি সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার প্রকল্পে ৮ কোটি মার্কিন ডলার অর্থ অনুমোদন করেছে। এ প্রকল্পে মোট ১০ কোটি মার্কিন ডলার ব্যয় করা হবে। বাকি অর্থ ভারত বহন করবে। এ প্রকল্প সম্পন্ন হলে হিমাচল রাজ্যের ৮টি অঞ্চলের ১,২৫৫টি গ্রামের ৫ লাখ বাসিন্দা সুবিধা ভোগ করতে পারবেন।

 

এ প্রকল্পের প্রধান প্রকৌশলী জানিয়েছেন, ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংকের অর্থায়নে এ প্রকল্প হিমাচল রাজ্যের বাসিন্দাদের জন্য কল্যাণকর হবে। হিমাচল রাজ্য পবর্তাঞ্চলে অবস্থিত। বাসিন্দারা অনেক দূর থেকে পানি আনেন। বিশেষ করে নারীরা দৈনন্দিন পানীয় জল আনতে ছুটেন।

 

প্রকৌশলী আরও জানিয়েছেন, বর্তমানে এ প্রকল্পের অধিকাংশ কাজ শুরু হয়েছে। শুরুর চার মাসের মধ্যেই নতুন ব্যাংক থেকে তারা প্রথম অর্থ লাভ করেছেন। এটি রেকর্ডের মতো দ্রুত।

 

ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ব্রিক্স’র নতুন উন্নয়ন ব্যাংক। এ ব্যাংকের সদর দপ্তর শাংহাইয়ে অবস্থিত। তার লক্ষ্য হচ্ছে ব্রিক্স দেশগুলোসহ নানা অর্থনৈতিক সত্ত্বা ও উন্নয়নশীল দেশগুলোকে কাঠামোগত ব্যবস্থা ও টেকসই উন্নয়নের প্রকল্পগুলোর সম্পদ সুবিন্যাস্ত করার পাশাপাশি বহুপক্ষীয় ও আঞ্চলিক ব্যাংকিং সংস্থা হিসেবে বিশ্ব উন্নয়ন ও বৃদ্ধিতে ভূমিকা রাখা। ২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত ব্যাংকটি সদস্য দেশগুলোকে ৩,০০০ কোটি মার্কিন ডলারের আর্থিক সহায়তা দেবে।

 

নতুন উন্নয়ন ব্যাংক সম্প্রতি ভারতে আঞ্চলিক শাখা অফিস স্থাপনের ঘোষণা করেছে। পরিকল্পনা অনুযায়ী, এ শাখা অফিস সদর দপ্তরের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতা চালাবে, যাতে ভারত ও বাংলাদেশের অবকাঠামো ও টেকসই উন্নয়নের চাহিদা মেটানো সম্ভব হয় এবং দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি ও টেকসই উন্নয়নের জন্য নিজের অবদান রাখা যায়।

 

ভারতের নেহেরু বিশ্ববিদ্যালয়ের চীন ও দক্ষিণ-পূর্ব এশিয়া-বিষয়ক গবেষণা কেন্দ্রের মহাপরিচালক বলেন, ব্রিক্স দেশগুলোর মধ্যে সাফল্যের সঙ্গে সহযোগিতামূলক ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। এর মধ্যে নতুন উন্নয়ন ব্যাংক ব্রিক্স দেশগুলোর উন্নয়ন ও সামাজিক কাঠামোগত ব্যবস্থা গড়ে তোলার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।