পরমাণু দুষিত পানি নিয়ে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ সঠিক: চীন
2022-06-17 17:20:41

জুন ১৭: সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা গত মার্চ মাসে জাপানের ফুকুশিমা পারমাণবিক দূষিত জল মোকাবিলা-বিষয়ক কর্মদলের জাপান পরিদর্শন ও মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে।

 

এদিকে, পরমাণু দূষিত পানি নিয়ে আন্তর্জাতিক সমাজের উদ্বেগ সম্পূর্ণ উপযোগী বলে মন্তব্য করেছেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন।

 

আজ (শুক্রবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে একথা বলেন ওয়াং।

 

ওয়াং বলেন, প্রতিবেদনে প্রধানত জাপানের পরমাণু কমিটির ফুকুশিমা পরমাণু দূষিত পানি মোকাবিলা সম্পর্কে অনুমোদনের প্রক্রিয়া আন্তর্জাতিক নিরাপত্তার মানদন্ডের সঙ্গে সঙ্গতিপূর্ণ কি না, তা নিয়ে মূল্যায়ন করা হয়েছে। একইসঙ্গে প্রতিবেদনে সরকারের দায়িত্ব, অনুমোদনের প্রক্রিয়াসহ বেশ কয়েকটি ক্ষেত্রে সুবিন্যাসের পরামর্শ দেয়া হয়েছে।

 

তিনি বলেন, এটি প্রমাণ করে যে, আন্তর্জাতিক সমাজের ফুকুশিমা পরমাণু দূষিত পানি মোকাবিলা নিয়ে উদ্বেগ সঠিক। জাপানের উচিত আন্তর্জাতিক ও জাপানের জনগণের উদ্বেগের ওপর গুরুত্ব দেওয়া এবং সমুদ্রে দূষিত পানি ফেলার পরিকল্পনা বাতিল করা।

(রুবি/এনাম/শিশির)