আফগানদের ক্ষতিপূরণ দিতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনা প্রতিনিধির আহ্বান
2022-06-17 11:07:17

জুন ১৭: যুক্তরাষ্ট্রই বর্তমান আফগান পরিস্থিতির জন্য প্রথমত দায়ী। তাই দেশটির উচিত আফগান জনগণকে ক্ষতিপূরণ দেওয়া এবং এ লক্ষ্যে বাস্তব পদক্ষেপ গ্রহণ করা। জাতিসংঘে চীনা প্রতিনিধি গতকাল (বৃহস্পতিবার) আফগান ইস্যুতে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে এক বক্তৃতায় এ কথা বলেন।

চীনা প্রতিনিধি বলেন, আফগানিস্তান পরিস্থিতির মৌলিক পরিবর্তন ঘটেছে ১০ মাস হয়ে গেলো। দেশটির অন্তর্বর্তীকালীন সরকার সার্বিক পরিস্থিতির খানিকটা উন্নতি ঘটাতে সক্ষম হলেও, সেদেশে এখনও মানবিক, অর্থনৈতিক ও নিরাপত্তাসংশ্লিষ্ট একাধিক সমস্যা রয়ে গেছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আফগান সরকারের সাথে যোগাযোগ বাড়ানো এবং সংলাপের মাধ্যমে একটি বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক কাঠামো প্রতিষ্ঠায় সাহায্য করা।

তিনি বলেন, আফগানিস্তানকে মধ্যপন্থী ও স্থিতিশীল নীতিমালা অনুসরণ করতে হবে, সবধরনের সন্ত্রাসবাদ দৃঢ়তার সাথে মোকাবিলা করতে হবে, এবং সব দেশের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়েরও উচিত আফগানিস্তানকে প্রয়োজনীয় জরুরি মানবিক সহায়তা এবং মহামারী-প্রতিরোধক সামগ্রী সরবরাহ করা।

চীনের প্রতিনিধি আরও বলেন, যুক্তরাষ্ট্র আফগানিস্তানের বর্তমান দুরবস্থার সূচনাকারী। বিপুলসংখ্যক নিরীহ আফগান বেসামরিক নাগরিক মার্কিন বাহিনীর হাতে নিহত এবং কয়েক মিলিয়ন মানুষ উদ্বাস্তু হয়েছে। আবার নিজের প্রয়োজনে দেশটি থেকে আকস্মিকভাবে সৈন্যও প্রত্যাহার করে নিয়েছে যুক্তরাষ্ট্র।  ফলে আফগান জনগণ একটি গুরুতর মানবিক সংকটের সম্মুখীন হয়েছে। এ অবস্থায় আফগান জনগণকে মানবিক সঙ্কট মোকাবিলায় সাহায্য করার পরিবর্তে মার্কিন সরকার প্রকাশ্যে আফগান জাতীয় সম্পদ লুট করেছে। এ অবস্থা অগ্রহণযোগ্য। চীন যুক্তরাষ্ট্রকে অবিলম্বে আফগানিস্তানের বিরুদ্ধে একতরফা নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে, নিঃশর্তে আফগান জনগণের অর্থ ফেরত দিতে, এবং আফগান জনগণের ক্ষতিপুরণের ব্যবস্থা নিতে আহ্বান জানায়। (ইয়াং/আলিম/ছাই)