ইউক্রেনে সামরিক-সহায়তা বাড়াবে ফ্রান্স ও জার্মানি
2022-06-17 11:08:45

জুন ১৭: ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্‌খোঁ এবং জার্মান চ্যান্সেলর ওলাফ শল্‌স গতকাল (বৃহস্পতিবার) কিয়েভ সফরকালে বলেছেন, তাঁরা ইউক্রেনে সামরিক-সহায়তা আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

ইউক্রেনের প্রেসিডেন্টের ওয়েবসাইট অনুযায়ী, প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এদিন ফ্রান্স, জার্মানি, ইতালি ও রোমানিয়ার নেতৃবৃন্দের সঙ্গে কিয়েভে বৈঠক করেন। এসময় তিনি বলেন, তাঁর দেশ ভারী অস্ত্র, রকেট লঞ্চার, ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থাসহ নতুন সামরিক-সহায়তার অপেক্ষায় আছে।

জবাবে ফরাসি প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ ইউক্রেনে "সিজার" স্ব-চালিত হাউইজার সরবরাহ করার জন্য আগামী কয়েক সপ্তাহের মধ্যে একটি সিদ্ধান্ত নেবে। আর জার্মান চ্যান্সেলর বলেন, তাঁর দেশ ইউক্রেনকে একাধিক রকেট-লঞ্চার সরবরাহের জন্য যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সাথে একটি চুক্তিতে পৌঁছেছে।

বৈঠকে রোমানিয়ার প্রেসিডেন্ট বলেন, তাঁর দেশ বাস্তুচ্যুত ইউক্রেনীয় জনগণকে প্রয়োজনীয় সকল সহায়তা প্রদান করছে। আর ইতালির প্রধানমন্ত্রী দ্রাঘি বলেন, ইউক্রেনীয় খাদ্যশস্যের পরিবহন নিশ্চিত করতে এবং খাদ্যসংকট এড়াতে প্রচেষ্টা চালানো হবে।

বৈঠকের পর আয়োজিত এক যৌথ প্রেস ব্রিফিংয়ে ফরাসি প্রেসিডেন্ট বলেন, ইউক্রেন ইউরোপীয় পরিবারের অংশ। ফ্রান্স, জার্মানি ও ইতালির নেতারা ইউক্রেনকে ইইউ-র প্রার্থীমর্যাদা দেওয়াকে সমর্থন করেন। ইউরোপীয় কাউন্সিলে আগামী সপ্তাহের সম্মেলনে ইউক্রেনকে ইইউ’র প্রার্থী হিসেবে মর্যাদা দেওয়ার বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

এদিকে, বৃহস্পতিবার রুশ নিরাপত্তা পরিষদের ভাইস-চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেছেন, পশ্চিমা নেতাদের কিয়েভ সফর অকেজো এবং এতে "ইউক্রেনে শান্তি আসবে না।" (ইয়াং/আলিম/ছাই)