ইউক্রেন ইস্যুতে চীন সবসময় শান্তি ও ন্যায়ের পক্ষে রয়েছে
2022-06-16 19:08:03

জুন ১৬: মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন যে, যারা রাশিয়ার পক্ষে থাকবে, তারা ইতিহাসের ভুল পক্ষে দাঁড়িয়ে আছে।  এ বক্তব্য খণ্ডন করে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন আজ (বৃহস্পতিবার) নিয়মিত এক সংবাদ সম্মেলনে  বলেন, ইউক্রেন ইস্যুর ইতিহাস ও আসল ঘটনা স্বাধীনভাবে বিবেচনা করেছে চীন।

 

তিনি বলেন, ‘আমরা  শান্তি ও ন্যায়ের পক্ষেই দাঁড়িয়ে আছি। যখন যুক্তরাষ্ট্র নিজের প্রতিশ্রুতি লঙ্ঘন করে ন্যাটোর পূর্ব দিকে সম্প্রসারণ শুরু করে এবং ইউরোপকে আবারও সংঘাতে নিমজ্জিত করেছে, তখন চীন অভিন্ন, সার্বিক, সহযোগিতামূলক ও টেকসই নিরাপত্তার সক্রিয় সমর্থন করেছে এবং সুষম, কার্যকর ও টেকসই ইউরোপীয় নিরাপত্তা কাঠামো নির্মাণের আহ্বান জানিয়েছে’।

 

তিনি আরো বলেন, যখন যুক্তরাষ্ট্র শেষ ইউক্রেনীয় ব্যক্তি পর্যন্ত লড়াই করার কথা চিৎকার করে, তখন চীন শান্তি আলোচনা বাস্তবায়নে প্রচেষ্টা চালাচ্ছে। যখন যুক্তরাষ্ট্র চরম অবরোধ আরোপ করে, তখন চীন বিশ্ব অর্থনীতিকে অস্ত্র, যন্ত্র ও রাজনীতি হিসেবে ব্যবহারের বিরোধিতা করে। তাই কে সঠিক পক্ষে দাঁড়িয়ে আছে, তা বিশ্ববাসী ভালো করেই জানে। (শিশির/এনাম/রুবি)