বিশ্বের বৃহত্তম ইন্টারনেট অবকাঠামো ব্যবহারকারী দেশ চীন
2022-06-16 10:13:22

জুন ১৬: গত ১০ বছরে চীনের ইন্টারনেট অবকাঠামো নির্মাণকাজে ব্যাপক অগ্রগতি হয়েছে। ফলে, বিশ্বের বৃহত্তম ও উন্নত ফাইবার ব্রডব্যান্ড এবং ৫জি নেটওয়ার্ক গড়ে উঠেছে দেশটিতে।

পরিসংখ্যান অনুসারে, চীনের ৫জি মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা ৪১ কোটি ৩০ লাখে দাঁড়িয়েছে। চীনে এখন ৫জি বেস স্টেশনের সংখ্যা ১৬ লাখ ১৫ হাজারের বেশি; দেশটির ৫জি চিপস ও মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম আন্তর্জাতিক মানের কাছাকাছি পৌঁছে গেছে।

পরিসংখ্যান আরও বলছে, বর্তমানে চীনের ইন্টারনেট খাতে ইউনিকর্ন শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা ৩০১টি, যা বিশ্বের মোট সংখ্যার ২৫ শতাংশ। তা ছাড়া, চীনে মোবাইল পেমেন্টের পরিমাণ দাঁড়িয়েছে বছরে ৫২৭ ট্রিলিয়ন ইউয়ানে। (সুবর্ণা/আলিম/মুক্তা)