উ ইয়ুফেই
2022-06-16 09:07:15

উ ইয়ুফেই ১৯৮৬ সালের ৯ জুন চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে জন্মগ্রহণ করেন। তিনি হংকংয়ের গায়িকা ও অভিনেত্রী। তিনি ছিলেন কুকিজ নামক সঙ্গীতদলের সদস্য। ২০০২ সালে তিনি সঙ্গীতদলটির সদস্য হিসেবে শোবিজে প্রবেশ করেন এবং হংকংয়ের বেশ কয়েকটি পুরস্কার জিতেন। ‘দ্রুত মানব’ গানটি ছিল ৯ জন মেয়েকে নিয়ে গঠিত সঙ্গীতদলের শোবিজে প্রবেশের প্রথম শিল্প-কর্ম। 

২০০৩ সালে বাজেট সমস্যার কারণে সঙ্গীতদলের সদস্য চারজন পর্যন্ত কমানো হয়। ২০০৩ সালের গ্রীষ্মকালে উ ইয়ুফেই লি হান ওয়েন, লি চিয়া ওয়েন ও হুয়াং থিয়ান হাও’র সঙ্গে পিংপাং নামের সঙ্গীতদল প্রতিষ্ঠা করেন। তিনি সঙ্গীতদলের প্রধান গায়িকা হন। ২০০৪ সালে কুকিজ সঙ্গীতদলে বৈশিষ্ট্য প্রদানকরার কারণে তিনি অস্থায়ীভাবে লেখাপড়া বন্ধ করে স্বাধীন একজন গায়িকা হন। একই বছরের অগাস্ট মাসে পিং পাংয়ের অ্যালবাম ‘লাভ এ্যান্ড হেইট’ প্রকাশিত হয়। অ্যালবামের কয়েকটি গান দিয়ে সঙ্গীতদল ২০০৪ সালে চূড়ান্ত গান চার্ট পুরস্কার উপস্থাপনায় সঙ্গীত জগতে নতুন শক্তি রৌপ্য পুরস্কার জিতে। ‘ভালোবাসাই সবচেয়ে বড় শক্তি’ এর মধ্যে অন্যতম। 

 

২০০৫ সালের মার্চ মাসে কুকিজ সঙ্গীতদল পৃথক হয়। ৪ সেপ্টেম্বর উ ইয়ুফেই তাঁর প্রথম একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। ২০০৬ সালের জানুয়ারি মাসে তিনি প্রথম একক অ্যালবাম "তোমার মত একটা ছেলের সাথে" প্রকাশ করেন এবং কুকিজ সঙ্গীতদলে একক অ্যালবাম প্রকাশ করা দ্বিতীয় সদস্যে পরিণত হন। ‘জেনে শুনে একটি শোকরা’ অ্যালবামে অন্তর্ভুক্ত একটি গান। 

 

২০০৭ সালের জুন মাসে উ ইয়ুফেই তাঁর দ্বিতীয় একক অ্যালবাম ‘ইন কন্ট্রোল’ প্রকাশ করেন। অ্যালবামটি ২০০৭ সালে চারটি বেতারের সঙ্গীত পুরস্কার জিতে। অ্যালবামে মোট ১০টি ক্যান্টোনিজ গান, দু’টো ম্যান্ডারিন গান এবং ৩টি এমভি অন্তর্ভুক্ত হয়। আজকের অনুষ্ঠানে আমি অ্যালবাম থেকে আপনাদের জন্য একটি গান বাছাই করেছি, গানের নাম ‘নীতিবাক্য’। হয়তো প্রত্যেক মানুষের জন্য একটি নীতিবাক্য আছে। যেমন আমারটা হলো ‘যেখানে ইচ্ছা আছে, সেখানে উপায় আছে’। আপনাদের নীতিবাক্যটা কী? 

 

২০০৮ সালের জানুয়ারিতে উ ইয়ুফেই প্রথমবারের মতো একক সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। একই বছরের জুলাই মাসে তিনি নতুন অ্যালবাম ‘লেডি কে: ট্রান্সফরমেশন’ প্রকাশ করেন। ২০০৯ সালের অক্টোবরে তিনি প্রথমবারের মতো ইপি প্রকাশ করেন। ইপি’র নাম ‘শ্বাস নিতে থাক’।  ২০১১ সালের সেপ্টেম্বর উ ইয়ুফেই নতুন কোম্পানিতে যোগ দেন। ১৫ নভেম্বর তিনি ‘আমি স্বয়ং’ নামক অ্যালবাম প্রকাশ করেন। অ্যালবামের শিরোনাম সংগীত প্রকাশিত হবার পর তিনটি বেতারের চ্যাম্পিয়ন গানে পরিণত হয় এবং বছরের শেষ নাগাদ বিভিন্ন পুরুস্কার বিতরণী অনুষ্ঠানে পুরস্কার জিতে। তাহলে এখন আমি গানটি আপনাদের শোনাই। সঙ্গে  শোনাব অ্যালবামের অন্য একটি গান ‘আঙ্কোর ওয়াট’। 

 

২০১২ সালের জুলাই মাসে উ ইয়ুফেই নতুন অ্যালবাম "মাই জানুয়ারি" প্রকাশ করেন। একই বছরের ৫ অক্টোবর তিনি কুয়াং চৌয়ে সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করেন। এটা ছিল মূল-ভূভাগে তাঁর প্রথম একক সঙ্গীতানুষ্ঠান। “স্বীকারোক্তি” তাঁর "মাই জানুয়ারি" অ্যালবামের একটি গান।

 

(প্রেমা/এনাম)