“সরকার ঘোষিত মধ্য ও দীর্ঘমেয়াদী নীতির পথে নেই বাজেট ”
2022-06-16 20:13:26

ব্যবসাপাতির ৭৮তম পর্বে যা থাকছে:

# বাজেট নিয়ে মিশ্র প্রতিক্রিয়া সাধারণ মানুষের

# সাগরে কোরালরিফ ফিরিয়ে আনার ব্যতিক্রমী উদ্যোগ চীনের

 

এ সপ্তাহের সাক্ষাৎকার:

“সরকারের পঞ্চবার্ষিকী পরিকল্পনায় সুস্পশষ্টভাবে বলা আছে, বৈষম্য কমানো, দারিদ্র্য বিমোচনা ও কর্মসংস্থান সৃষ্টি করার কথা। কথা ছিলো অর্থনীতির কর্মকাণ্ড যেগুলো হবে সেগুলো দরিদ্র মানুষকে বেশি উপকৃত করবে। কিন্তু এবারের বাজেট হয়েছে বৃহৎ ব্যবসাবান্ধব। এজন্য ব্যক্তিখাতে বিনিয়োগ বাড়ানো, কর্মসংস্থান সৃষ্টির মতো বিষয়ে সরকারকে নজর দিতে হবে। সরকারের আয় বাড়াতে রাজস্বখাতে যে সংস্কারগুলো আছে সেগুলো বাস্তবায়নে জোর দিতে হবে।”

ড. সেলিম রায়হান

নির্বাহী পরিচালক

সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং –সানেম