গ্রীষ্মকালীন ফসল আবার প্রমাণ করেছে: চীনারা নিজেদের বাটি নিজেদের হাতে ধরে রাখে
2022-06-16 10:08:39

গ্রীষ্মের শস্য হচ্ছে চীনের শস্য উত্পাদনের প্রথম মৌসুম এবং যা সারা বছরের খাদ্য উত্পাদনের এক পঞ্চমাংশ। বর্তমানে চীনের গ্রীষ্মকালীন শস্যের প্রধান উত্পাদন এলাকায় ফসল কাটা শেষ পর্যায়ে এসেছে। মনুষ্যবিহীন কৃষি মেশিন, স্যাটেলাইট রিমোট সেন্সিং এবং বুদ্ধিমান পর্যবেক্ষণসহ ‘হাই-টেক’ প্রযুক্তিগত মেশিন ও ব্যবস্থা একের পর এক আবির্ভূত হয়েছে, গ্রীষ্মের শস্যের ফলন নিশ্চিত করার সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে। আজকের ভিডিওতে দেখবো এসব হাই-টেক প্রযুক্তির সাহায্যে চীনা কৃষকরা কীভাবে গম কাটছেন এবং চীনারা কীভাবে নিজেদের চালের বাটি নিজেদের হাতে ধরে রাখে।