কেন থামছে না যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা?
2022-06-16 16:35:51


জুন ১৬: যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা ঘন ঘন ঘটছে। বিভিন্ন মহল তার বিরুদ্ধে অব্যাহত সমালোচনা করছে। মার্কিন গান ভায়োলেন্স আর্কাইভের ওয়েবসাইটের উপাত্ত অনুসারে, গত ২৪ মে টেক্সাস অঙ্গরাজ্যের একটি প্রাথমিক স্কুলে বন্দুক সহিংসতা ঘটার পর গত দু’সপ্তাহে যুক্তরাষ্ট্রের ৫০টি অঙ্গরাজ্যের ৪৩টিতে ৬৫০টিরও বেশি বন্দুক সহিংসতা ঘটেছে। তাতে মোট ৭৩০ জন নিহত হয়েছে। তাদের মধ্যে ২৩জন শিশু ও ৬৬জন কিশোর রয়েছে। বন্দুকের শব্দ মার্কিন স্বপ্নকে ভেঙ্গে দিচ্ছে। তবে তার জবাবে মার্কিন সরকার দ্রুত কোনো বাস্তব পদক্ষেপ নিতে পারেনি। 

(আকাশ/এনাম/রুবি)