বিশ্বব্যাপী ইন্টারনেট থেকে তথ্য চুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি চীনের আহ্বান
2022-06-16 10:12:36

জুন ১৬: বিশ্বব্যাপী ইন্টারনেট থেকে অন্যের তথ্য চুরি বন্ধ করতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে চীন। গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানান মুখপাত্র ওয়াং ওয়েন বিন।

চীনা মুখপাত্র বলেন, সাম্প্রতিক এক প্রতিবেদন অনুসারে, ব্রিটেনসহ এফভিইওয়াই এবং কিছু ইউরোপীয় দেশের নেটওয়ার্ক সংস্থা যুক্তরাষ্ট্রের ইন্টারনেট থেকে তথ্য চুরির কার্যক্রমে অংশ নিয়েছে। তা থেকে বোঝা যায়, যুক্তরাষ্ট্রকে কেন্দ্র করে বিশ্বব্যাপী একটি ইন্টারনেট তথ্য চুরি নেটওয়ার্ক গড়ে উঠেছে।

মুখপাত্র আরও বলেন, যুক্তরাষ্ট্র রাষ্ট্রীয় নিরাপত্তা রক্ষার অজুহাতে চীনা শিল্পপ্রতিষ্ঠানগুলোকে দাবিয়ে রাখতে চায়।  এর মূল উদ্দেশ্য, মার্কিন সরকারের তথ্যচুরির সুযোগ অবাধ করা। মার্কিন পক্ষকে এমন আচরণ বন্ধ করতে হবে।

উল্লেখ্য, তথ্য নিরাপত্তা বিশ্লেষক কোম্পানি আনজার-এর এক প্রতিবেদন থেকে জানা গেছে, মার্কিন রাষ্ট্রীয় নিরাপত্তা ব্যুরোর নেতৃত্বাধীন সংস্থাগুলো বিশ্বের ইন্টারনেট ব্যবহারকারীদের তথ্য চুরি করছে। (সুবর্ণা/আলিম/মুক্তা)