তিব্বতের "উড়ন্ত" পোশাক
2022-06-16 11:34:48

জুন ১৬: তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের আলি এলাকায় পুলান পোশাকের হাজার হাজার বছরের ইতিহাস রয়েছে এবং এটি একটি জাতীয় বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য। পুলানের পুরুষ ও নারীদের রঙিন পোশাকের ১২টি ভিন্ন শৈলী রয়েছে, যার মধ্যে সবচেয়ে বিশিষ্ট হল পুলানের "সিউয়ান" পোশাক। এটি তিব্বতি অপেরা "প্রিন্স নরসাং"-এ রাজকুমারী ইদ্রোরামের আকাশে ওড়ার গল্পের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত। তাই এটি "উড়ন্ত পোশাক" নামেও পরিচিত। পুলানের "সিউয়ান" পোশাকের হেডগিয়ার, নেকলেস এবং কানের দুল সোনা, রুপা, ফিরোজা, মুক্তা, এগেট, ইত্যাদি দিয়ে তৈরি। মূল পোশাক তৈরি হয় ভেড়ার চামড়া ও রেশম দিয়ে। জুতার নীচের অংশটি ইয়াকের চামড়া ও চুল দিয়ে তৈরি। এতে বিভিন্ন হাতের সূচিকর্ম থাকে। "সিউয়ান" পোশাক দুর্দান্ত সুন্দর এবং এটি একটি জাতির দীর্ঘ ইতিহাস ও সংস্কৃতির প্রতিনিধিত্ব করে।  (ইয়াং/আলিম/ছাই)