ব্যান্ডের সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দেবো, এর নাম ‘হেই পাও’ বা ‘কালো চিতাবাঘ’। যা চীনের প্রথম দফার রক ব্যান্ড। গত শতাব্দীর ৯০ দশকে তারা অনেক জনপ্রিয় ছিল। চীনা পপ সংগীত উন্নয়নে তারা গভীর প্রভাব ফেলেছে। বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আমরা তাদের কিছু সুন্দর গান শুনবো। অনুষ্ঠানের শুরুতে শুনুন হেই পাও ব্যান্ডের জনপ্রিয় একটি গান ‘একই আকাশের নিচে’।গান ১
গত শতাব্দীর ৮০’র দশকে ইলেকট্রনিক ও রক সংগীত ছিল চীনের নতুন জিনিস, যা প্রধানত তরুণদের মধ্যে প্রচলিত ছিল। সেই সময় চীনে পেশাদার রক ব্যান্ড ও রক মিউজিক খুবই কম দেখা যেত। এমন অবস্থায় ১৯৮৭ সালে তিং উ, লি থোং, ওয়াং উন চিয়ে- তিনজন বেইজিংয়ে ‘হেই পাও’ বা ‘কালো চিতাবাঘ’ রক ব্যান্ড প্রতিষ্ঠা করেন। তখন তারা ছিলেন কারখানার শ্রমিক। দিনে কাজ করত, রাতে একসঙ্গে রক গান গান গাইত। ১৯৮৮ সালে নতুন সদস্য তৌ ওয়েই ব্যান্ডে যোগ দেন এবং প্রধান গায়কের ভূমিকা পালন করেন। এরপর তারা বিভিন্ন জায়গায় পারফর্ম করা শুরু করে।গান ২
১৯৯১ সালে হেই পাও ব্যান্ড শেনচেন শহরের একটি সংগীত অনুষ্ঠানে অংশ নেয়। তখন হংকংয়ের একটি বিখ্যাত সংগীত প্রযোজক তাদের পারফর্ম্যান্স পছন্দ করে এবং হংকংয়ে অ্যালবাম প্রকাশের আমন্ত্রণ জানায়। এই সুযোগে সেই বছরে হেই পাও তাদের প্রথম অ্যালবাম ‘কালো চিতাবাঘ’ প্রকাশ করে। তারা পেশাদার গায়কে পরিণত হন। অ্যালবামের গান ‘Don't Break My Heart’ মুক্তির পরই বেশ জনপ্রিয় হয়। বন্ধুরা, এখন আমরা হেই পাও ব্যান্ডের জনপ্রিয় গান ‘Don't Break My Heart’ শুনবো।গান ৩
১৯৯২ সালে হেই পাও ব্যান্ড বেইজিংয়ে তাদের নতুন অ্যলবাম প্রকাশ করেছে। অ্যালবামের গানগুলো প্রায় সব সদস্য তৌ ওয়েইয়ের রচনা। তিনি রক সংগীতের কাঠামোতে সাধারণ মানুষ- বিশেষ করে তরুণদের গল্পের ভিত্তিতে রক গান গেয়েছেন। এসব গান থেকে তার সংগীত প্রতিভা ও উচ্চ দক্ষতা প্রশংসিত হয়েছে। অ্যালবামে তার রচিত গান ‘উ তি চি রোং’ প্রকাশের পরই ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠে এবং পরে চীনা রক সংগীতের ক্লাসিক গানে পরিণত হয়। হেই পাও ব্যান্ডও এই অ্যালবামের জন্য সবার কাছে পরিচিত। বন্ধুরা, এখন হেই পাও ব্যান্ডের জনপ্রিয় গান ‘উ তি চি রোং’ শুনুন।গান ৪
চীনে ছাড়া হেই পাও ব্যান্ডের প্রভাব বিদেশেও ছড়িয়ে পড়েছে। তার অ্যালবাম জাপান, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া ইত্যাদি নানা দেশে জনপ্রিয়তা পেয়েছে। ১৯৯৬ সালে তারা জাপানে কনসার্ট আয়োজন করা প্রথম চীনা ব্যান্ড হয়েছে এবং চীনের পক্ষ থেকে জাপানে আয়োজিত আন্তর্জাতিক সাংস্কৃতিক যোগাযোগ অনুষ্ঠানে অংশ নিয়েছেন। ১৯৯৯ সালে হেই পাও ব্যান্ড চীনা রক সংগীতের প্রতিনিধি হিসেবে ব্রিটেনে পারফর্ম করেন। এক সময় হেই পাও ব্যান্ড চীনা রক সংগীতের প্রতীকে পরিণত হয়। বন্ধুরা, এখন শুনুন হেই পাও ব্যান্ডের জনপ্রিয় গান ‘জোয়ার ভাটা’।গান ৫
২০০০ সালের পর চীনে রক সংগীত সাধারণ মানুষের মধ্যে জনপ্রিয় হয়। চীনে আরো বেশি রক গায়ক ও রক ব্যান্ড রয়েছে। হেই পাও ব্যান্ড হয়তো আগের মতো জনপ্রিয় নেই, তবে চীনা রক সংগীত উন্নয়নের ইতিহাসে কেউ তাদের অবদান ভুলতে পারে না। এখন পর্যন্ত হেই পাও ব্যান্ড বিশ্বে সবচেয়ে কপি বিক্রি করার চীনা রক ব্যান্ড, তাদের গান এখনও জনপ্রিয়। বন্ধুরা, এখন হেই পাও ব্যান্ডের গান ‘আলোর দেবতা’ শুনুন।গান ৬
বন্ধুরা, আজকের অনুষ্ঠান তাহলে এখানেই শেষ করছি। আশা করি, আমাদের অনুষ্ঠানে প্রচারিত গানগুলো আপনাদের ভালো লেগেছে। এএখন বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন ও সুস্থ থাকুন। আবার কথা হবে। চাই চিয়ান।