ব্রিকসের দ্বাদশ নিরাপত্তাবিষয়ক বৈঠকে অংশ নিলেন ইয়াং চিয়ে ছি
2022-06-16 11:28:34

জুন ১৬: চীনা কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র কেন্দ্রীয় কমিটির রাজনৈতিক ব্যুরোর সদস্য এবং বৈদেশিক কর্ম-কমিশন কার্যালয়ের প্রধান ইয়াং চিয়ে ছি গত ১৫ই জুন ভিডিও-লিঙ্কের মাধ্যমে ব্রিকসের দ্বাদশ নিরাপত্তাবিষয়ক উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে তিনি জোর দিয়ে বলেন, ব্রিকস দেশগুলো সর্বদা ‘উন্মুক্ততা, সহনশীলতা, সহযোগিতা ও জয়-জয়’ নীতি অনুসরণ করে আসছে। ব্রিকসের চেতনা দৃঢ়ভাবে অনুসরণ করে উন্নয়নশীল দেশগুলোর সাধারণ স্বার্থ রক্ষা করে যেতে হবে। আসন্ন ১৪তম ব্রিকস শীর্ষসম্মেলনের প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও তিনি জানান।

তিনি বলেন, ব্রিকস দেশগুলোর উচিত সময়ের প্রবণতা অনুসরণ করে অশান্ত আন্তর্জাতিক পরিস্থিতিতে আরও স্থিতিশীল ও ইতিবাচক শক্তির যোগান দেওয়া। সত্যিকারের বহুপাক্ষিকতা চর্চা করতে হবে এবং সাধারণ নিরাপত্তা অর্জনের জন্য সচেষ্ট হতে হবে। প্রচলিত ও অপ্রচলিত হুমকি সমন্বয় করতে হবে। নিরাপত্তা ও উন্নয়নের মধ্যে সমন্বয় রাখতে হবে এবং টেকসই নিরাপত্তা অর্জনের জন্য প্রচেষ্টা চালাতে হবে।  

বৈঠকে সন্ত্রাসদমন ও সাইবার নিরাপত্তা কর্মগ্রুপের কাজ পর্যালোচনা করা হয় এবং আন্তর্জাতিক সন্ত্রাসদমন সহযোগিতা এবং সাইবার নিরাপত্তা সহযোগিতার জন্য প্রাসঙ্গিক পরিকল্পনা ও রোডম্যাপ যৌথভাবে বাস্তবায়নের ব্যাপারে ঐকমত্য হয়।  বৈঠকে বৈশ্বিক সন্ত্রাসদমনে জাতিসংঘের কেন্দ্রীয় ও সমন্বয়কারীর ভূমিকা বজায় রাখা এবং আরও সহনশীল, প্রতিনিধিত্বমূলক ও গণতান্ত্রিক বৈশ্বিক ইন্টারনেট শাসনব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানানো হয়। (ইয়াং/আলিম/ছাই)