‘ওয়েন থিয়ান পরীক্ষা ক্যাবিনে’র বিষ্ময়কর কার্যক্রম!
2022-06-16 19:35:09

জুন ১৬: আগামি মাসে চীনের মহাকাশ স্টেশনের অংশ-ওয়েন থিয়ান পরীক্ষা ক্যাবিন-মহাকাশে উত্ক্ষেপণ করা হবে। তখন থেকে ‘শেন চৌ-১৪’ মহাকাশযানের নভোচারীদের জন্য ৫০ কিউবিক মিটার তত্পরতার জায়গা বেড়ে যাবে। এটি কেন্দ্রীয় ক্যাবিনের সমান। ওয়েন থিয়ান পরীক্ষা ক্যাবিনের দুটি বিষ্ময়কর ফাংশন রয়েছে। একদিকে, মহাকাশের পরীক্ষা চালানো হবে এখানে। অন্যদিকে, নভোচারীদের পালাক্রমিক পরিবর্তনের সময় একসাথে ৬জন নভোচারী এখানে থাকতে পারবেন। (রুবি/এনাম/শিশির)