উদ্ভাবনের ক্ষেত্রে বিগত এক দশকে চীনের অর্জন বিস্ময়কর
2022-06-16 10:37:28

জুন ১৬: বিভিন্ন খাতে উদ্ভাবনের দিক দিয়ে বিগত এক দশকে চীনের অর্জন বিস্ময়কর। দশ বছরে ‘ফুসিং’ দ্রুতগতির ট্রেন এখন আরও দ্রুত ও আরামদায়ক হয়েছে।

চীনের ‘ফনতৌচ্য’ ডুবো-গবেষণাজাহাজ মারিয়ানা ট্রেঞ্চে এখন পর্যন্ত ২১ বার সমুদ্রের গভীরে ডাইভ দিয়েছে। মানবেতিহাসে এই ডুবোজাহাজ প্রথমবারের মতো ১০ হাজার মিটার গভীরে সফলভাবে ডাইভ দিতে সক্ষম হয়েছে।

চীনের তৈরি বিশ্বের বৃহত্তম জলবিদ্যুৎকেন্দ্র বার্ষিক যে পরিমাণ বিদ্যুত্ উত্পাদন করতে পারে, তা দিয়ে সাড়ে ৭ কোটি মানুষের এক বছরের চাহিদা পূরণ হতে পারে।

নতুন জ্বালানিচালিত যানবাহনের জন্য প্রয়োজনীয় শক্তিকোষের ধারণক্ষমতা বেড়েছে, কিন্তু দাম কমেছে ৮০ শতাংশ। নতুন জ্বালানিচালিত গাড়ি এখন একবার চার্জ নিয়ে ৫০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারে। (প্রেমা/আলিম/ছাই)