সমস্যায় জর্জরিত বরিস জনসন সরকার: সিআরআই সম্পাদকীয়
2022-06-16 20:26:50


জুন ১৬: বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন ও তাঁর সরকার এখন অনেক সমস্যার সম্মুখীন। সম্প্রতি স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজন ঘোষণা করেছেন যে, আগামি বছর তিনি স্কটল্যান্ডে ব্রেক্সিট নিয়ে আবারো গণভোট আয়োজনের চেষ্টা করবেন। তথ্যমাধ্যমের সংবাদে বলা হয়, বৃটেনের অর্ধেকেরও কম অংশ যুক্তরাজ্য থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছে। 


এক মাস আগে উত্তর আয়ারল্যান্ডের সংসদ নির্বাচনে সিন ফেন দল সবচেয়ে বেশি আসন অর্জন করেছে। এ দলের চেয়ারম্যান ম্যারি লৌ ম্যাকডোনাল্ড স্পষ্টভাবে জানান, ‘এখন একটি ঐক্যবদ্ধ আয়ারল্যান্ডের জন্য গণভোটের প্রস্তুতি নেয়া উচিত। উত্তর আয়ারল্যান্ডের শিল্পপতিরা অভিযোগ করেছে যে, বৃটেন সরকারের একতরফা কার্যক্রমে তাদের অবস্থা আরো শোচনীয় হয়েছে। 


উত্তর আয়ারল্যান্ড স্বাধীনতা চায়, আর স্কটল্যান্ড গণভোটের দিকে এগুচ্ছে। তা বৃটেন সরকারকে আরো সমস্যায় ফেলছে। মহামারী প্রতিরোধে ব্যর্থতা থেকে অর্থনৈতিক সঙ্কোচনের চাপে বৃটেন সরকার একাধিক সমস্যার সম্মুখীন। 


নিজেরা সমস্যার সম্মুখীন হলেও বৃটেন সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে মিলে ইউরোপ, এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলসহ নানা অঞ্চলে সমস্যা সৃষ্টি করছে। তাদের এহেন আচরণ বিশ্ববাসীর হাসির খোড়াক হয়েছে। 

(আকাশ/এনাম/রুবি)