চীনের বায়ুর মান আগের চেয়ে উন্নত হয়েছে: বেইজিং
2022-06-16 10:36:20

জুন ১৬: গতকাল (বুধবার) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে বলেন, চীনের বায়ুর মান আগের চেয়ে উন্নত হয়েছে; দেশব্যাপী ধোঁয়াশা কমেছে; নীল আকাশ, সাদা মেঘ, সবুজ পাহাড়, ও স্বচ্ছ জলরাশি বেড়েছে।

মুখপাত্র ওয়াং বলেন, গবেষণার ফলাফল অনুসারে, চীনের বায়ুদূষণ মোকাবিলায় সংশ্লিষ্ট প্রশাসন স্পষ্টভাবেই অনেকটা সফল হয়েছে এবং বিশ্ব পরিবেশ প্রশাসনে চীন অসামান্য অবদান রেখে চলেছে।

তিনি আরও বলেন, চীন জ্বালানি সাশ্রয় ও দূষিত পদার্থের নির্গমন হ্রাস, সবুজ নিম্ন-কার্বন জীবন অনুশীলন, এবং বিশ্বের টেকসই উন্নয়নের স্বার্থে কাজ করে যেতে ইচ্ছুক।

(প্রেমা/আলিম/ছাই)