চীনের উত্পাদন-শিল্পের উন্নয়ন প্রসঙ্গ
2022-06-15 14:01:29

জুন ১৫: সাম্প্রতিক বছরগুলোয় চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি খাতে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে। নতুন শিল্প দ্রুত উন্নত হচ্ছে। শিল্পব্যবস্থা আরও সুস্থ, শিল্পচেইন আরও উন্নত, উত্পাদিত পণ্যের মান আরও উন্নত হয়েছে। চীন উত্পাদন-শিল্পে ও ইন্টারনেটে বড় দেশ থেকে শক্তিশালী দেশে পরিণত হয়েছে। এটি সার্বিকভাবে সচ্ছল সমাজ ও সমাজতন্ত্রিক আধুনিক দেশ গড়ে তোলার ভিত্তিস্বরূপ।

২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের শিল্প খাতের অর্থমূল্য ২০.৯ ট্রিলিয়ন ইউয়ান থেকে ৩৭.৩ ট্রিলিয়ন ইউয়ানে উন্নীত হয়েছে। এর মধ্যে উত্পাদন-শিল্পের মূল্য ১৬.৯৮ ট্রিলিয়ন থেকে ৩১.৪ ট্রিলিয়ন ইউয়ানে দাঁড়িয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী সিন কুও পিন গত সোমবার বেইজিংয়ে আয়োজিত এক প্রেস ব্রিংফিংয়ে বলেন,

“২০১২ থেকে ২০২১ সাল পর্যন্ত চীনের শিল্পে বার্ষিক প্রবৃদ্ধির হার ছিল গড়ে ৬.৩ শতাংশ, যা বিশ্বের ২ শতাংশের চেয়ে বেশি। ২০২০ ও ২০২১ সালে মহামারীর প্রভাবে চীনা শিল্পে প্রবৃদ্ধির হার ছিল ৬.১ শতাংশ।”

বিশ্বের অর্থনীতির ডিজিটাইজিং উন্নত হচ্ছে। সাম্প্রতিক বছরগুলোয় চীনের নতুন প্রজন্মের তথ্যপ্রযুক্তি ও উত্পাদনের একীকরণের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি সাধিত হয়েছে। শিল্প ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের সাধারণ প্রকৌশলী হান সিয়া বলেন, নতুন প্রযুক্তি ব্যবহারের ফলে চীনের উত্পাদন-শিল্পে উত্পাদন-পদ্ধতি, প্রতিষ্ঠানগুলোর কাঠামো, ব্যবস্থাপনার পদ্ধতি ও কর্মসংস্থানের পদ্ধতির ক্ষেত্রে দ্রুত পরিবর্তন হচ্ছে। এটি কার্যকরভাবে উত্পাদন-শিল্পের মান উন্নত করেছে, খরচ কমিয়েছে, সবুজায়ন ও নিরাপদ উন্নয়ন ত্বরান্বিত করেছে। হান আরো বলেন,

“২০২১ সাল পর্যন্ত চীনের শিল্পপ্রতিষ্ঠানগুলোর মূল প্রক্রিয়ায় সংখ্যাসূচক নিয়ন্ত্রণ হার ও ডিজিটাল ডিজাইন সরঞ্জাম ব্যবহারের হার ছিল যথাক্রমে ৫১.৩ ও ৭৪.৭ শতাংশ, যা ২০১২ সালের চেয়ে যথাক্রমে ৩০.৭ ও ২৫.৯ শতাংশ বেশি। এ পর্যন্ত চীনে বুদ্ধিমান উত্পাদনব্যবস্থার সংখ্যা ৬ হাজার ছাড়িয়ে গেছে। চীনের পরিশোধন, মুদ্রণ ও রঞ্জনবিদ্যা, বাড়ির যন্ত্রপাতি এবং অন্যান্য ক্ষেত্রে বুদ্ধিমান উত্পাদন বিশ্বের অগ্রণী স্থানে রয়েছে।”  

সাম্প্রতিক বছরগুলোয় চীনে তথ্যপ্রযুক্তি শিল্পে অনেক অগ্রগতি অর্জিত হয়েছে। মোবাইল তথ্য-যোগাযোগ প্রযুক্তি ৩জি থেকে ৫জিতে পৌঁছেছে। চীনা প্রতিষ্ঠানগুলোর ৫জি পেটেন্ট বিশ্বের ৩৮.২ শতাংশ। চীন বিশ্বের বৃহত্তম, সবচেয়ে সম্পূর্ণ অপটিক্যাল যোগাযোগ-ব্যবস্থা গড়ে তুলেছে। অপটিক্যাল কমিউনিকেশন ইকুইপমেন্ট, অপটিক্যাল মডিউল ডিভাইস, অপটিক্যাল ফাইবার এবং ক্যাবলসহ মূল প্রযুক্তি আন্তর্জাতিক উন্নত স্তরে পৌঁছেছে। এ সম্পর্কে হান বলেন,

“উদ্ভাবনের ক্ষেত্রে চীনে বিশ্বের সবচেয়ে সক্রিয় ও সুপ্তশক্তিসম্পন্ন ডিজিটালসেবা বাজার প্রতিষ্ঠিত হয়েছে। ওয়েবসাইটের ব্যবহার সার্বিকভাবে জনপ্রিয়তা পেয়েছে। মোবাইল পেমেন্টের বার্ষিক পরিমাণ ৫২৭ ট্রিলিয়ন ইউয়ান ছাড়িয়েছে।”

চীনের শিল্প ও তথ্যপ্রযুক্তি উপমন্ত্রী লিন কুও পিন বলেছেন, ভূ-রাজনৈতিক দ্বন্দ্ব ও নতুন দফা মহামারীর নেতিবাচক প্রভাবে চীনের উন্নয়নের পরিবেশ জটিল, কঠোর ও অনিশ্চিত। তবে, স্থায়ীভাবে উন্নয়ন-প্রবণতায় কোনো পরিবর্তন হবে না। চীনা প্রতিষ্ঠানগুলো শৃঙ্খলভাবে উত্পদান পুনরুদ্ধার করছে। বিভিন্ন ব্যবস্থার সাহায্য দেশের শিল্প-অর্থনীতি দ্রুত স্বাভাবিক হয়ে যাবে। (ছাই/আলিম)