৭০টি দেশের পক্ষে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করলো কিউবা
2022-06-15 11:02:48

জুন ১৫: গতকাল (মঙ্গলবার) সুইজারল্যান্ডের জেনিভায় অনুষ্ঠিত জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে কিউবা প্রায় ৭০টি দেশের পক্ষে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপের বিরোধিতা করেছে।

দেশগুলোর পক্ষে দেওয়া বক্তৃতায় বিভিন্ন দেশের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও ভৌগোলিক অখণ্ডতাকে সম্মান করতে এবং সার্বভৌম দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না-করতে আহ্বান জানানো হয়।

বক্তৃতায় বলা হয়, সিনচিয়াং, হংকং ও তিব্বত চীনের অভ্যন্তরীণ ব্যাপার। মানবাধিকারের অজুহাতে এসব ইস্যুতে চীনের অভ্যন্তরীণ ব্যাপারে বাইরের হস্তক্ষেপ মেনে নেওয়া যায় না।  

বক্তৃতায় আরও বলা হয়, মানবজাতি কোভিডসহ বহু চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আন্তর্জাতিক সমাজের উচিত বহুপাক্ষিকতায় অবিচল থাকা এবং ঐক্য ও সমন্বয় জোরদার করে  বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করা, বিশ্ব শান্তি ও উন্নয়ন ত্বরান্বিত করা, ও সার্বিকভাবে মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখা। (প্রেমা/আলিম/ছাই)