বন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ জি চিয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দেবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনাবো।
লিউ জি চিয়া, ১৯৯৫ সালের ২২ মে চীনের ছুং ছিং শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন নারী কণ্ঠশিল্পী।
২০১৪ সালে লিউ জি চিয়া চীরের চ্য চিয়াং টেলিভিশনের নতুন কণ্ঠশিল্পীর লাইভ শো অনুষ্ঠান ‘ভয়েস অব চায়না’-তে অংশগ্রহণ করেন। সেই বছর তাঁর প্রথম গান ‘নিজের জন্য গান’ প্রকাশিত হয়। ২০১৫ সালে তাঁর আরেকটি গান ‘আবার ভালোবাসি’ মুক্তি পায়।
বন্ধুরা, এখন শুনুন লিউ জি চিয়া’র গান ‘সময়ের পিছনের আমি’। গানের কথাগুলো এমন: আমাদের দেখা পরিকল্পিত নয়। তোমার হাসি গ্রীষ্মকালের মতো সুন্দর। আয়নার সামনে আমি বার বার ভালোবাসার কথা চর্চা করি। তুমি সবসময় আমার স্বপ্নে থাকো। তুমি জানো না, বাতাসের রং। তুমি জানো না, সময়ের পিছনের আমি। তুমি জানো না, বৃষ্টি কত ঠান্ডা, তুমি জানো না, সময় একটি উপন্যাস। আর আমি তোমার পাশে আছি।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিউ জি চিয়া-এর গান ‘তিমির ভাষা’। গানের কথায় বলা হয়, আমি দূরের হ্রদের তীরে, তোমার মনের কথা যেন গভীর নীল বোঝা যায় না। আমি যথাসাধ্য তোমাকে উদ্ধার করতে চাই, তোমার কাছে আসি। তোমার অপেক্ষা করি। আমি কীভাবে তোমাকে ভালোবাসি, আমি কীভাবে সাহায্য করি, তোমার মনের দ্বারা খোলা যায়। যেন আহত তিমি অন্ধকার রাতে কথা বলে।
আচ্ছা, শুনুন এই গান।
প্রিয় বন্ধুরা, এখন শুনুন লিউ জি চিয়ার গান ‘তোমার সঙ্গে পরিচিত হই’। গানের কথায় বলা হয়, তোমার সঙ্গে পরিচিত না হলে, আমি কোথায় যেতাম। হঠাত্ বৃষ্টি পড়ে, আমার চিন্তাকে ভিজিয়ে দেয়। তোমার সঙ্গে পরিচিত না হলে আমাদের গল্প কেমন হবে। এভাবে তোমাকে দেখেছি, যেন মিরাকেল। তুমি সেখানে দাঁড়িয়ে আছো, মানুষের ভিড়ে এত সুন্দর।
আচ্ছা, শুনুন এই গান।
প্রিয় বন্ধুরা, এবারে শুনুন লিউ জি চিয়া’র গান ‘বিপদের পার্টি’। গানের কথায় বলা হয়, তুমি যেন সোনার মতো, তুমি খুব বিপজ্জনক। চলে যেও না, আমাকে তোমার মনের কথা বলো, আগামীকাল হবে না। আমাকে তোমায় ভালোবাসার সুযোগ দাও।
আচ্ছা, শুনুন গানটি।
প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লিউ জি চিয়া’র সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তাঁর কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে।
(শুয়েই/তৌহিদ/সুবর্ণা)