মে মাসে জাতীয় অর্থনীতি পুনরুদ্ধার হয়েছে: পরিসংখ্যান
2022-06-15 15:26:02

জুন ১৫: আজ (বুধবার) চীনের জাতীয় পরিসংখ্যান ব্যুরো সূত্রে জানা গেছে, গত মে মাসে করোনা মহামারির প্রতিকূলতা কাটিয়ে উত্পাদন ও চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এবং অর্থনীতির প্রধান প্রধান সূচকগুলো উন্নত হয়েছে। তাতে জাতীয় অর্থনীতির পুনরুদ্ধার প্রতিফলিত হয়েছে।

 

পরিসংখ্যান থেকে জানা গেছে, মে মাসে শিল্পের অতিরিক্ত মূল্য এপ্রিল মাসের ২.৯ শতাংশ হ্রাস থেকে ০.৭ শতাংশ বৃদ্ধি পেয়েছে। পরিষেবা শিল্পে উত্পাদনের সূচক গত এপ্রিলের চেয়ে ৫.১ শতাংশ হ্রাস পেয়েছে, যা ১ শতাংশ কম।

 

 

পরিসংখ্যানে আরও জানা গেছে, বৈদেশিক বাণিজ্যের আমদানি রপ্তানির পরিমাণ দ্রুত বেড়েছে। জেলা-থানায় বেকারত্বের পরিমাণ গত মাসের তুলনায় ০.২ শতাংশ হ্রাস পেয়েছে।

 

(রুবি/এনাম/শিশির)