নিরাপত্তা পরিষদের অনুমোদন অনুসারে আন্তর্জাতিক অপরাধ আদালত পরিচালনার আহ্বান চীনের
2022-06-15 15:52:41


জুন ১৫: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী উপপ্রতিনিধি তাই পিং গতকাল (মঙ্গলবার) জানান, এ মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের অবশিষ্ট কার্যপদ্ধতি আরো বিলম্বিত করবে কি না? এ নিয়ে সিদ্ধান্ত নেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। আন্তর্জাতিক অপরাধ আদালতের অবশিষ্ট কার্যপদ্ধতি নিরাপত্তা পরিষদের অনুমোদন অনুসারে কাজ করবে বলে আশা প্রকাশ করে চীন। 


উল্লেখ্য, গত শতাব্দীর ৯০-এর দশকের শুরুতে নিরাপত্তা পরিষদ  রুয়ান্ডা ও সাবেক যুগোস্লাভিয়ার জন্য পৃথক দুটো আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল গঠন করেছিল। এ দুটি ট্রাইবুনাল ইতোমধ্যে তাদের প্রায় সব মিশন শেষ করেছে, তারপরও কিছু কাজ বাকি রয়েছে। তা শেষ করতে আরো একাধিক বছর লাগবে। এ জন্য নিরাপত্তা পরিষদ ২০১২ সালে ১৯৬৬ নম্বর সিদ্ধান্ত পাস করেছে। তাতে আন্তর্জাতিক অপরাধ আদালতের অবশিষ্ট কার্যপদ্ধতি প্রতিষ্ঠিত হয়েছে। 

               

 (আকাশ/এনাম/রুবি)