৭০টির বেশি দেশের পক্ষে চীনকে সমর্থন করলো কিউবা
2022-06-15 19:09:23

জুন ১৫: চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েন পিন গতকাল (মঙ্গলবার) বেইজিংয়ে নিয়মিত এক সাংবাদিক সম্মেলনে বলেছেন, বর্তমানে জাতিসংঘ মানবাধিকার পরিষদের ৫০তম অধিবেশনে কিউবা শতাধিক দেশের পক্ষে সিনচিয়াং, হংকং ও তিব্বতসহ নানা বিষয়ে চীনের অবস্থান সমর্থন করেছে। তাতে পশ্চিমা দেশগুলোর চীনকে অপমান করার অপচেষ্টা ব্যর্থ হয়েছে বলে প্রতিফলিত হয়েছে।

 

ওয়াং ওয়েন পিন বলেন, চীনে একটি প্রবাদ আছে: “পুণ্য করলে কখনো একাকী হবে না, সহযোগী থাকবেই”। তা থেকে দেখা যায়, মানবাধিকারের অজুহাতে রাজনীতি করা এবং অন্য দেশের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করার অপচেষ্টা সফল হবে না। তাদের কর্মকান্ডে চীনের অগ্রগতি ও উন্নয়ন ব্যাহত হবে না। দেশের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থ রক্ষায় প্রতিজ্ঞ চীন।

(রুবি/এনাম/শিশির)