মরুভূমির সবুজায়নে উদ্ভিদের ভূমিকা
2022-06-15 16:18:17

জুন ১৫: চীনের প্রজন্ম থেকে প্রজন্মের মানুষদের প্রচেষ্টায় বেশ কিছু মরুভূমি সুবজ হয়ে উঠেছে। তাতে শুধু মানুষ নয়, মরুভূমিতে চাষের উপযোগী উদ্ভিদগুলোরও ব্যাপক ভূমিকা রয়েছে।


আগামী ১৭ জুন পালিত হবে ২৮তম বিশ্ব মরুকরণ ও খরা প্রতিরোধ দিবস। এ দিবসের প্রতিপাদ্য হচ্ছে ‘খরা কাটিয়ে ওঠা”। মরুকরণকে ‘পৃথিবীর ক্যান্সার’ হিসেবে চিহ্ন করা হয়। এর সমাধান বৈশ্বিক চ্যালেঞ্জ।

 

চীনও মরুকরণ মোকাবিলার ওপর গুরুত্বারোপ করে। ২০১৯ সাল থেকে চীন তার বার্ষিক ১০ হাজার ৪শ বর্গমিটার মরুকরণ এলাকাকে কমিয়ে বার্ষিক ২৪২৪ বর্গমিটারে নামিয়ে এনেছে। ফলে চীন হচ্ছে বিশ্বের প্রথম দেশ, যেখানে মরুকরণ হ্রাস পাচ্ছে

 

দেখা যাক মরুভূমির সবুজায়নে উদ্ভিদের ভূমিকা পালনকারী কিছু উদ্ভিদ...