মাংকিপক্স 'আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্য সংকট' কি না পর্যালোচনা করবে হু
2022-06-15 11:15:16

জুন ১৫: মাংকিপক্স ‘আন্তর্জাতিক জরুরি জনস্বাস্থ্য সংকট কি না—তা পর্যালোচনা করতে আগামী ২৩শে জুন একটি জরুরি সভায় বসবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংস্থার পক্ষ থেকে গত ১৪ই জুন এ তথ্য জানানো হয়। বর্তমানে অনেক দেশে মাংকিপক্সের প্রাদুর্ভাব দেখা যাচ্ছে।

হু’র মহাপরিচালক তেদ্রোস আদহানম গতকাল (মঙ্গলবার) এক প্রেস ব্রিফিংয়ে বলেন, বিশ্বের বিভিন্ন দেশে মাংকিপক্সের প্রাদুর্ভাব অস্বাভাবিক ও উদ্বেগজনক। এই প্রেক্ষাপটেই, ‘আন্তর্জাতিক স্বাস্থ্য প্রবিধান’ অনুসারে, হু একটি পর্যালোচনা-সভা ডেকেছে।

হু’র প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, ৩৯টি দেশে ১৬০০ জনেরও বেশি লোক এখন পর্যন্ত মাংকিপক্সে আক্রান্ত হয়েছেন এবং ১৫০০ জন্য সন্দেহভাজন রোগী রয়েছেন। শনাক্ত রোগীদের বেশিরভাগই ইউরোপের। ৩৯টি দেশের মধ্যে ৭টি দেশে বহু বছর ধরেই মাংকিপক্সের প্রাদুর্ভাব রয়েছে এবং ৩২টি দেশে নতুন করে এ প্রাদুর্ভাব দেখা দিয়েছে।  (ইয়াং/আলিম/ছাই)